
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুরুটা হয়েছিল কোটা সংরক্ষণের বিরোধিতা করে। ছাত্ররা সম্মিলিত হয়ে নেমেছিল রাস্তায়। তবে কয়েকদিনের মধ্যেই অবস্থা বেরিয়ে যায় হাতের বাইরে। একের পর এক তরুণের মৃত্যুতে ক্ষোভ জমতে থাকে দেশের সকলের মনে। ছাত্র আন্দোলনের মুখে পড়ে সোমবার পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। শুধু তাই নয়, তড়িঘড়ি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি। এদিকে, তারপরে যেন আন্দোলন নিল ভিন্ন রূপ। চারদিক থেকে যে ছবি সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে লুঠতরাজ, মন্দির ভাঙা, সংখ্যালঘুদের খুন করার মতো নানা ঘটনা।
ইতিমধ্যেই বাংলাদেশের বহু তারকা খুলেছেন মুখ। একটু দেরিতে হলেও প্রতিক্রিয়া এল শাকিব খানের থেকে। মঙ্গলবার ৬ অগস্ট শাকিব ফেসবুকে লেখেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না দেয়।’
আরও পড়ুন: মঙ্গলবার সেটে ফিরলেন রাহুল! অনির্বাণ এলেও, দেখা গেল না প্রসেনজিৎকে, কেন?
‘এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে—সবার আগে দেশ, দেশের মানুষ, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ।’ লেখেন শাকিব। সঙ্গে সব দেশবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করার ডাকও দিলেন। লিখলেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে, আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।’
মুখ খুলেছেন বাংলাদেশের আরেক নায়িকা, শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসও। যদিও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে এর আগে তাঁকে কখনো কথা বলতে দেখা যায়নি। সরকারের চালানো গণহত্যা নিয়েও ছিলেন চুপ। তবে হাসিনা সরকার পড়তেই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা।’ সঙ্গে পোস্ট করেছেন জাতীয় পতাকার একটি ছবি।
আরও পড়ুন: এবার মহিলাদের সিঁদুর পরা নিয়ে বিস্ফোরক ঋষি! দেবযানীকে ‘ডিভোর্সের’ নেপথ্য আসলে কী
প্রসঙ্গত, ২০১৯ সালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন অপু বিশ্বাস। শেখ হাসিনার সঙ্গে তোলা একটি হাসিমুখের ছবিও এতকদিন দেখা যেত তাঁর ফেসবুকে। এখন আর তা নেই। খুব সম্ভবত তা মুছে ফেলেছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports