খারাপ খবর তোমাদের রানির ভক্তদের জন্য। অকালেই শেষ হচ্ছে স্টার জলসায় একটা সময় সাড়া জাগানো এই মেগা। মাত্র ১০ মাসেই অভিকা মালাকার ও অর্কপ্রভর এই সিরিয়াল। বৃহস্পতিবার সকালেই সিরিয়াল বন্ধের ইঙ্গিত মিলেছিল। এদিন স্টার জলসা কর্তৃপক্ষ জানিয়ে দেয়, আগামী ৫ই অগস্ট থেকে সন্ধ্যা ৬টার স্লটে দেখানো হবে ‘তেঁতুলপাতা’। আরও পড়ুন-বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে ট্রেনে প্রথম দেখা, ঋতব্রতা-গৌরব মনে করালেন জব উই মেট-এর গীত-আদিত্যকে
গৌরব চট্টোপাধ্যায় ও ঋতব্রতা দে-র এই সিরিয়ালের প্রমো সামনে আসবার পর থেকেই প্রশ্ন উঠেছিল তাহলে কোন স্লটে আসবে এই মেগা? অবশেষে সেই জবাব মিলল। একই সঙ্গে একরাশ হতাশা তোমাদের রানির ভক্তদের জন্য। ‘তুমি আশে পাশে থাকলে’ শেষ হলেও আপতত বিকাল ৫.৩০টার স্লটে কোনও চলতি মেগা চালাবে না জলসা, এই সিদ্ধান্ত আগেই হয়েছে বলে খবর। তাই তেঁতুলপাতার আগমনে বিদায়ঘণ্টা বাজল রানি-দুর্জয়ের।
সিরিয়াল শেষের খবর হিন্দুস্তান টাইমস বাংলাকে নিশ্চিত করেছেন স্বয়ং অভিকা। আজও সিরিয়ালের শ্যুটিংয়েই অভিনেত্রী। মনভার তাঁর। বললেন, ‘হ্যাঁ, খবরটা সঠিক তোমাদের রানি শেষ হচ্ছে। দিন কয়েক আগেই আমরা জানতে পারি। তবে শেষ শ্যুটিং কবে তা এখনও জানি না’।
অভিকা থেকে রানি হয়ে ওঠবার সফর নিয়ে কথা বলতে গিয়ে আবেগঘন অভিকা। বললেন, ‘আমি এই জার্নিটা খুব এনজয় করেছি। এটা আমার প্রথম কাজ, অনেককিছু শিখেছি। সেটে সবাই খুব সাপোর্ট করেছে, সাহায্য করেছে। হয়ত এতটুকুই রানির সফর ছিল… (খানিক থেমে) তবে আমি ভবিষ্যতে আরও অনেক কিছু করব’।
রানিকে খুব মিস করব। রানির মতো স্ট্রং এবং প্রগতিশীল একটা মেয়ে ওঠাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। অভিকার পক্ষে হয়ত এতটাও সম্ভবপর নয়। রানি সত্যিই অসাধারণ, রানি যা যা করেছে নিজের পরিবারের জন্য,ওর যে স্ট্রাগল সেটা মনে থাকবে। আশা করছি দর্শকও মনে রাখবে রানিকে'।
শুরু থেকেই এই সিরিয়ালের ইউএসপি থেকেছে সিরিয়ালের নায়ক-নায়িকার রসায়ন। দুর্জয়-রানির মাখামাখো রোম্যান্সে বুঁদ থেকেছে দর্শক। আর মাত্র ৯ দিন পরেই রানি-দুজর্য়ের জায়গায় দর্শক দেখবে ঝিল্লির গল্প।
সিরিয়ালের প্রোমোতে দেখা মিলেছে রানিং ব্রাইড ঝিল্লির। বড়লোক বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে রাজি নয় ঝিল্লি। ট্রেনে হঠাৎ দেখা গুরুগম্ভীর ‘কংসমামা’ ঋষির। ঋষির পরিবার ঝিল্লিকে দেখে ভেবে বসবে বাড়ির ছেলে নতুন বউ নিয়ে শিমুলপুরায় হাজির হয়েছে।
এই প্রোমো দেখে অনেকের মনে পড়েছে শাহিদ-করিনার ‘জব উই মেট’-এর কথা। পূবের ময়নার বিপক্ষে স্লট ধরে রেখেছে তোমাদের রানি। নম্বরের ব্যাবধানও বিস্তর, তারপরেও হঠাৎ কেন বন্ধ হচ্ছে এই মেগা? উত্তর মেলেনি!