‘ভীষণ ভালো মানুষ উনি। খুব নমনীয়, ভদ্র, এক্কেবারে মাটির মানুষ। এতবড় সুপারস্টার, অথচ কোনও অহংবোধ দেখলাম না। ভীষণ হেল্পফুলও, তাই আমার কাজ করতে বিশেষ কোনও অসুবিধা হয়নি। ওঁকে দেখে সত্যিই শিখতে হয়।’
তনুশ্রী-সানি
রিয়া, রাইমা, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্রের পর এবার বলিউডে পাড়ি দিয়েছেন কলকাতার আরও এক অভিনেত্রী। আর ইনি হলেন তনুশ্রী চক্রবর্তী। আর তনুশ্রী এবার শ্য়ুটিং করছেন বলিউডের অন্যতম সুপারস্টার সানি দেওলের সঙ্গে। যাঁর সদ্য মুক্তি প্রাপ্ত গদর-২ ব্লকবাস্টার হয়েছে। তনুশ্রী-সানির এই ছবির নাম 'সুরিয়া'। সানি দেওলের সঙ্গে শ্যুটিং নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে কথা বললেন তনুশ্রী।
'সুরিয়া শ্যুটিং কি শেষ? নাকি এখনও বাকি আছে?
তনুশ্রী: না, না, শ্যুটিং এখনও বেশকিছুটা বাকি আছে। তবে প্রথমেই বলছি ছবি নিয়ে বেশিকিছুই বলতে পারব না। চুক্তি অনুযায়ী, এখনই কিচ্ছু বলা যাবে না। (হাসি)
সানি দেওলের সঙ্গে ছবির প্রস্তাব কীভাবে এসেছিল?
তনুশ্রী: আমার এক পরিচিত প্রযোজকের মাধ্যমে এই প্রস্তাব আসে। তারপর অডিশন পাঠানোর পর সিলেক্ট হই। পরে প্রোডাকশন, পরিচালকের সঙ্গে কথা বলার পর বিষয়টা চূড়ান্ত হয়ে যায়।
শ্যুটিং কোথায় হয়েছে?
তনুশ্রী: রাজস্থান। যোধপুর ও উদয়পুরে। মারাত্মক গরম ওখানে, তারমধ্যে আউটডোর শ্যুটিং। তবে কাজটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, তাই অসুবিধা হয়নি।
সানি দেওলের সঙ্গে শ্যুটিং, সুপারস্টারের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
তনুশ্রী: ভীষণ ভালো মানুষ উনি। খুব নমনীয়, ভদ্র, এক্কেবারে মাটির মানুষ। এতবড় সুপারস্টার, অথচ কোনও অহংবোধ দেখলাম না। ভীষণ হেল্পফুলও, তাই আমার কাজ করতে বিশেষ কোনও অসুবিধা হয়নি। ওঁকে দেখে সত্যিই শিখতে হয়।
তনুশ্রী: হ্যাঁ, সে তো হতই। সবসময় তো আর শ্যুটিং করতাম না। বাকি সময় নানান কিছু নিয়ে কথা হত। কলকাতা ইন্ডাস্ট্রি সবকিছু নিয়েই উনি খোঁজ খবর নিতেন। আরও নানান কথা বলতেন। ভীষণ ভালো মানুষ।
কলকাতা ও মুম্বই, কাজের পার্থক্য কোথায়?
তনুশ্রী: কলকাতা তো আমার বাড়ি, এখানে আমি স্বচ্ছন্দ্যে কাজ করি। আর মুম্বইয়ের লোকজন ভীষণ পেশাদের। তবে হেল্পফুল। তাই কাজে কোনও সমস্যা হয়না।