শুটিং চলাকালীন হামেশাই বলিউড তারকাদের মধ্যে হাতাহাতির খবর আসে। একটা সময় নায়িকাদের ক্যাট ফাইট তো থাকত, চর্চার কেন্দ্রবিন্দুতে। ২০০৫ সালে একটি ছবির সেটেও একই ধরনের বিতর্ক হয়েছিল, যেখানে বলিউডের দুই অভিনেত্রীর মধ্যে মারামারি লেগে গিয়েছিল।
কথা হচ্ছে এষা দেওল ও অমৃতা রাওকে নিয়ে। ‘প্যায়রে মোহন’ ছবির সেটে অমৃতা রাওকে চড় মারেন এষা। তবে এত বছর পরে এসেও, ধর্মেন্দ্র-কন্যার সাফ জবাব, নিজের কৃতকর্মের জন্য তার কোনো অনুশোচনা নেই!
চড় খাওয়া নিয়ে কোনও অনুশোচনা নেই
এষা দেওল সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেন। ‘প্যায়রে মোহন’-এর সেটের সেই ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে, অভিনেত্রীর জাবব ‘হ্যাঁ, আমি তাঁকে চড় মেরেছি কারণ, সে নিজের সীমা অতিক্রম করেছিল এবং আমার আত্মসম্মানে আঘাত করেছিল। এজন্য আমি তাকে চড় মেরেছিলাম এবং এই আচরণ তাঁর প্রাপ্য ছিল। ওই সময় আমি যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি। এতে আমার কোনো আফসোস নেই। আমি শুধু নিজের জন্য এবং আমার মর্যাদার জন্য দাঁড়িয়েছিলাম।’
এষা দেওল আরও বলেন, ‘পরে অমৃতা রাও নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছিলেন। আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। এখন আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই।’
এষা দেওল ও অমৃতা রাও ছাড়াও ‘প্যায়রে মোহন’ সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন ফরদিন খান ও বিবেক ওবেরয়।। তবে এই সিনেমার পর আর একসঙ্গে কাজ করেননি এষা ও অমৃতা।