শাহরুখের ডাঙ্কি যে তাঁর আগের দুটো ছবির মতো দর্শকদের মধ্যে প্রভাব ফেলতে পারেনি এ কথা তো স্পষ্ট। জওয়ান প্রথমদিন বা মুক্তি পাওয়ার পর যেভাবে ব্যবসা করছিল সেটার ধারপাশ দিয়ে যাচ্ছে না ডাঙ্কি। তবুও উইকএন্ড আসতে খানিকটা বাড়ল আয়ের গ্রাফ। তৃতীয় দিনে বক্স অফিসে শাহরুখ খানের ছবি ২৬ কোটি টাকা আয় করল।
ডাঙ্কি বক্স অফিস কালেকশন
ডাঙ্কি এবং সালার একদিন আগে পরে মুক্তি পেয়েছে। কিন্তু প্রভাসের ছবির কাছে অনেকটাই যেন ফিকে শাহরুখ ম্যাজিক। একদিকে প্রভাসের ছবি দুদিনেই প্রায় ২০০ কোটি টাকা আয় করে ফেলেছে তখন আরেকদিকে টুকটুক বাড়ছে ডাঙ্কির আয়ের পরিমাণ। সচনিল্কের রিপোর্ট অনুযায়ী তৃতীয় দিন শাহরুখের ডাঙ্কি বক্স অফিসে ২৬ কোটি টাকা আয় করেছে। প্রথম দুদিন এটি যথাক্রমে ২৯.২ এবং ২০.১২ কোটি টাকা আয় করেছে। ফলে এখন সব মিলিয়ে ডাঙ্কির আয় গিয়ে দাঁড়িয়েছে ৭৫.৩২ কোটি টাকায়।
আরও পড়ুন: অজয় চোখে চোট পেতেই বাতিল সিংঘম ৩ এর মুম্বই শুট, কবে থেকে ফের কাজ শুরু হবে?
আরও পড়ুন: 'ও ততদিনে অনেক...' ফিল্ম স্কুলে পড়ার সময় থেকেই শাহরুখের সঙ্গে কাজের ইচ্ছে রাজকুমারের, তবুও এত সময় লাগল কেন?
জওয়ান বা পাঠান দুটো ছবিই মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই তুমুল সাড়া ফেলেছিল। বক্স অফিসে দুটো ছবিই ১০০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে। এখন দেখার পালা এটাই যে ডাঙ্কি সেই একই ধারা বজায় রাখতে পারে কিনা।