1 মিনিটে পড়ুন Updated: 01 Mar 2024, 08:32 PM ISTSubhasmita Kanji
Drishyam Remake: বলিউডের পর এবার হলিউডেও রিমেক হতে চলেছে দৃশ্যমের। আর সেই খবর প্রকাশ্যে আসার পরই আচমকা চটলেন দর্শকদের একাংশ। কিন্তু কী হল?
দৃশ্যমের রিমেক ঘোষণা হলিউডের, তারপরই উসকে গেল বিতর্ক, কেন?
দক্ষিণী ছবি দৃশ্যমের রিমেক করে তাক লাগিয়েছে বলিউড। শুধু তাই নয়, অজয় দেবগন অভিনীত সেই ছবি দর্শকদের থেকে পেয়েছে অভূতপূর্ব ভালোবাসা এবং সাড়া। এবার জানা গেল সেই ছবিরই রিমেক বানাতে চলেছে হলিউডও। এই সাসপেন্স থ্রিলার ছবি হলিউডেও বানানো হবে সে তো ভালো কথা, কিন্তু সেটা নিয়ে আচমকা বিতর্ক উসকে গেল কেন? ছবি কার সেটা নিয়ে কী বলছে নেটপাড়া?
দৃশ্যম নিয়ে কীসের বিতর্ক?
দৃশ্যমের ব্যাপারে যখন ঘোষণা করা হয় তখন জানানো হয় যে এটি অজয় দেবগন অভিনীত দৃশ্যমের রিমেক। আর তাতেই আপত্তি দর্শকদের একাংশের। তাঁরা ভুল শুধরে দিয়ে টুইটারের সেই পোস্টে জানিয়েছেন এই ছবিটি আদতে মোহনলালের। তিনি এবং জিতু জোসেফই প্রথম এই মাস্টারপিস বানান। পরে সেটা বলিউড রিমেক করে।
এক ব্যক্তি এদিন ভুল শুধরে দিয়ে লেখেন, 'মোহনলালের দৃশ্যম কথাটা আসলে ঠিক।' কেউ আবার বলেন, 'ভুলটা ঠিক করুন। এটা মোহনলালের ছবি, অজয়ের নয়।' কেউ কেউ আবার লেখেন 'এটা আসলে মোহনলালের ছবি। কিন্তু বলিউড রিমেক বানিয়ে সেটার ক্রেডিট নিয়ে নিচ্ছে।'
আসল পোস্টে কী লেখা হয়েছিল?
আসল পোস্টে প্রথমে লেখা হয়েছিল 'দৃশ্যম: মোহনলাল এবং জিতু জোসেফের দৃশ্যম এবার বিশ্বস্তরে। হলিউডের নির্মাতারা এবার এই ছবির স্বত্ব কিনে নিচ্ছেন। যদিও কিছু ওয়েবসাইটের তরফে জানানো হচ্ছে এটা অজয় দেবগনের ছবি। আসল ছবির নির্মাতাদের ক্রেডিট দিচ্ছে না।'
মোহনলাল অভিনীত দৃশ্যম ছবিটি ২০১৩ সালে মুক্তি পায়। সেটি পরিচালনা করেছিলেন জিতু জোসেফ। পরবর্তীতে ২০১৫ সালে বলিউড রিমেক বানায় সেই ছবির। একই নামে মুক্তি পায় ছবিটি। সেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অজয় দেবগন এবং শ্রিয়া শরণকে। ছবিটির পরিচালনা করেছিলেন নিশিকান্ত কামাত। এরপর ২০২২ সালে মুক্তি পায় দৃশ্যম ২। সেটিও বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। মালায়লাম ভার্সনের দৃশ্যম ২ অবশ্য এক বছর আগে ২০২১ সালে মুক্তি পেয়েছিল।