
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আমেরিকায় মারা গিয়েছেন নৃত্যশিল্পী অমরনাথ ঘোষ? না, একটু ভুল হল। গুলি করে হত্যা করা হয়েছে তাঁকে। সম্প্রতি রহস্যময় একটি ফোন কলে এমনটাই জানানো হয়েছে তাঁর পরিবারকে। কিন্তু খবরটা কি সত্যি? বুঝে উঠতে না পেরেই থানায় দৌড়ায় নৃত্যশিল্পীর পরিবার। ইতিমধ্যেই সিউড়ি থানায় অমরনাথের কাকু কাকিমা এই ফোনের বিষয়টা জানিয়েছেন। একই সঙ্গে আমেরিকা থেকে এই বিষয়ে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে যে তাঁকে সেখানে গুলি করে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: না জেনেই বিল গেটসকে চা খাইয়েছেন ডলি চায়েওয়ালা! বললেন, 'ভাবলাম বিদেশি কেউ...'
শিল্পী অমরনাথ ঘোষের ঘনিষ্ঠ ব্যক্তিদের তরফে জানা গিয়েছে তিনি ফাইন আর্টসের উপর মাস্টার্স করার জন্য আমেরিকায় ছিলেন। সেখানেই তাঁকে গুলি করে হত্যা করা হয়। তাঁর মৃত্যুতে এদেশের তো বটেই আমেরিকার নৃত্যশিল্পীদের গোষ্ঠী শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: থ্রিলার রক্তবীজের পর এবার রোম্যান্টিক 'আলাপ'চারিতায় আবির - মিমি, বাধ সাধবেন স্বস্তিকা?
আরও পড়ুন: 'খেলতে খেলতেই' প্রেম? অনুপম - প্রশ্মিতার জীবনের এই বিশেষ আসক্তির কথা জানেন?
প্রসঙ্গত তিনি বীরভূমের সিউড়ির বাসিন্দা। কুচিপুড়ি নৃত্যে তিনি পারদর্শী। বর্তমানে তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছিলেন নাচে। সেখানেই এদিন হত্যা করা হয় তাঁকে। তাঁর মৃত্যুর খবর মানতে পারছেন না অনেকেই।
আরও পড়ুন: বাড়িতে তালিবানি শাসন জারি রেখেছিলেন ইমনের মা! স্মৃতি হাতড়ে বললেন, 'মাধ্যমিক দিতে যাওয়ার আগেও...'
আরও পড়ুন: কেবল শ্রীময়ী নন, আরও মহিলাদের মন 'চুরি' করেছেন কাঞ্চন! বিয়ের আগে অভিযোগ করে বললেন, 'ও এমনভাবে...'
এক ব্যক্তি তাঁর মৃত্যুর খবর ভাগ করে নিয়ে লেখেন, 'তোর এরম একটা মর্মান্তিক ঘটনা আমাকে শুনতে হবে সকালে আমি কোনও দিনও ভাবতে পারিনি, ঈশ্বরের কোলে ভালো থাকিস।' আরেকজন লেখেন, 'আজ সকালে যখন শুনলাম তোকে কেউ গুলি করে মেরে ফেলেছে, তখন ভাবলাম ভুল খবরl কিন্তু তোকে যারা ভালোবাসে তাদের মেসেজ দেখে বুঝলাম তুই আমাদের থেকে অনেক দূরে চলে গেছিস, যেখানে তোর নাচ দেখার সুযোগ শুধু দেবলোকের জন্য সীমাবদ্ধ, আমাদের সেই নাচ দেখার অধিকার নেই। এটা ভেবে খুব কষ্ট হচ্ছে যে তুই নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছিস শেষ নিঃশ্বাস ছাড়ার আগে। আমি প্রার্থনা করি তুই যেন খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আসিস নৃত্যশিল্পী হয়ে। আমাদের যে মন ভরেনি, আরও দেখতে চাই তোর নাচ। অনেক আদর ভাই।' কেউ আবার লেখেন, 'এখানেই তো ভালো ছিলি ভাই। কেন গেলি ওই মুখপোড়া দেশে?'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports