পহেলগাঁওয়ে এই নৃশংস জঙ্গিহানার পর যে যেমন ভাবে পেরেছেন নিজের মতো করে গোটা ঘটনার প্রতিবাদে করেছেন। বাদ যাননি দর্শনা বণিকও। কিন্তু তিনি এদিন এই ঘটনার শোকপ্রকাশ করতে একটি জিবলি ছবি পোস্ট করে চরম কটাক্ষের মুখে পড়েন।
আরও পড়ুন: টিমটিম করছে 'জাট'-র ব্যবসা, এদিকে ৪৫ কোটির দোরগোড়ায় ‘কেশরী চ্যাপ্টার ২’! বুধবার কত আয় করল?
কী ঘটেছে?
২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় সাধারণ মানুষ এবং পর্যটকদের উপর গুলি চালিয়েছে জঙ্গিরা। প্রাণ হারিয়েছেন ২৬ জন। এঁদের মধ্যে ২৫ জন ভারতীয়, একজন বিদেশী। তবে নেটপাড়াকে নাড়িয়ে দিয়ে গিয়েছে মাত্র সপ্তাহখানেক আগে বিয়ে করে কাশ্মীরে হানিমুনে যাওয়া যুগলের শেষ ছবি। মৃত বরের পাশে পাথরের মতো বসে থাকা মেয়েটির ছবি চোখে জল এনেছে অনেকের। এদিন সেই ছবিটির একটি জিবলি ইমেজ পোস্ট করে শোকপ্রকাশ করেন দর্শনা বণিক। আর তারপরই তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়।
এক ব্যক্তি দর্শনার সেই পোস্ট শেয়ার করে লেখেন, 'এই হচ্ছে আমাদের অবস্থা। ছিঃ! অশিক্ষিত কত প্রকার হয় বলতে পারবেন আপনারা?'
আরও পড়ুন: ছোট পর্দায় নতুন জুটি! নতুন ধারাবাহিকে অনিন্দ্যর বিপরীতে থাকছেন 'কথা'-খ্যাত এই অভিনেত্রী
যদিও কটাক্ষের মুখে পড়তেই পোস্টটি ডিলিট করেছেন অভিনেত্রী। এমন বেদনাদায়ক একটি ছবি নিয়ে জিবলি ছবি কীভাবে পোস্ট করা যায় সেটা নিয়ে প্রশ্ন উঠতেই ক্ষমা চেয়েছেন দর্শনা।

কী বলেছেন দর্শনা?
আজকালকে দর্শনা বণিক এই বিষয়ে জানিয়েছেন, 'ছবিতে আমি নিজে বানাইনি। একটা জায়গায় পেয়েছিলাম সেখান থেকেই ডাউনলোড করে পোস্ট করেছিলাম। আমি ভীষণই শোকাহত গোটা ঘটনায়। কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, কোনও ভুল বার্তা গিয়ে থাকে তাহলে আমি দুঃখিত।'
প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় অন্তত ২৬ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। এঁদের মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ, ট্যুরিস্ট। ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই ঘটনার তীব্র বিরোধিতা, প্রতিবাদ করেছেন।