মেয়ে কৃষভির জন্মের পর কিছু মাস মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন শ্রীময়ী চট্টরাজ। মেয়েকেই সময় দিয়েছেন এই কমাস। কিন্তু এবার কাজে ফেরার পালা। আগেই জানা গিয়েছিল তিনি স্টার জলসার নতুন মেগা বুলেট সরোজিনীর হাত ধরে কামব্যাক করছেন। এবার সেখান থেকে আপডেট দিলেন।
আরও পড়ুন: টিমটিম করছে 'জাট'-র ব্যবসা, এদিকে ৪৫ কোটির দোরগোড়ায় ‘কেশরী চ্যাপ্টার ২’! বুধবার কত আয় করল?
কী জানালেন শ্রীময়ী?
এদিন ইনস্টাগ্রামে শ্রীময়ী চট্টরাজ বুলেট সরোজিনীর সাজঘর থেকে একটি ছবি শেয়ার করেন। সেখানেই তাঁকে সরোজিনীর শাশুড়ির বেশে দেখা যাচ্ছে। তাঁর পরনে ফুল স্লিভ সোনালি ব্রোকেডের ব্লাউজ, ঘিয়ে রঙের ব্রোকেড শাড়ি, গলায় জড়োয়া হার মাথায় মানানসই ফুল লাগিয়ে বসে। কপালে সেই বড় টিপ। ঠিক যেমনটা বুলেট সরোজিনী ধারাবাহিকের প্রোমোয় দেখা গিয়েছিল। ছবিতে দেখা যাচ্ছে সাজঘরে বসে শ্রীময়ী লস্যি খাচ্ছেন। এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'প্রচণ্ড গরমে আমি ক্লান্ত।'

আরও পড়ুন: পহেলগাঁও হামলার জিবলি পোস্ট করতেই 'অশিক্ষিত' বলে কটাক্ষ, তড়িঘড়ি পোস্ট ডিলিট দর্শনার! চাইলেন ক্ষমাও
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সদ্যই প্রকাশ্যে এসেছে বুলেট সরোজিনী ছবির ট্রেলার। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি কবে থেকে কোন সময় দেখা যাবে এই ধারাবাহিক। বুলেট সরোজিনী ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে তিনজনকে। ত্রিকোণ প্রেমের গল্প ফুটে উঠবে কিনা সেটা সময়ই বলবে। তবে এই তিন চরিত্রে দেখা যাবে দিয়া বসু, অভিষেক বীর শর্মা এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। খুব সম্ভবত নায়িকার শাশুড়ির ভূমিকায় দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে জুটি বাঁধবেন নিশান্তিকা দাস।
প্রসঙ্গত ২০২৪ সালে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দিয়ে শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন মল্লিক। গত বছর মার্চ মাসে তাঁরা সামাজিক বিয়ে সারেন। এর পর ২০২৪ সালের নভেম্বর মাসে ভূমিষ্ট হয় তাঁদের সন্তান কৃষভি।