পরিচালক শৌভিক কুণ্ডুর দ্বিতীয় ছবি ‘আয় খুকু আয়’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে এক্কেবারে ছাপোষা নিম্নবিত্ত বাবার চরিত্রে। আর তাঁর মেয়ের ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায়। শীঘ্রই মুক্তি পাবে ছবির টাইটেল ট্র্যাক। পর্দার বাইরেও ‘পর্দার মেয়ে’ দিতিপ্রিয়াকে নাকি আদরে-শাসনে সামলান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
পর্দার বাইরে প্রসেনজিৎকে ‘বুম্বা মামু’ বলে ডাকেন সকলের প্রিয় রানিমা দিতিপ্রিয়া। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? সেই সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, শ্যুটের আগে অনেক কথা শুনেছিলেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। সেই নিয়ে একটু চাপেও ছিলেন। তবে একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা হয়েছে তাঁর। দিতিপ্রিয়ার কথায়, সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন তিনি। সহ-অভিনেতাদের এক বারের জন্যও বুঝতে দেন না, তিনি অত বড় মাপের তারকা। আরও পড়ুন: আয় খুকু আয়: নতুন বছরে ‘টেকো’ নির্মল ও তাঁর খুকুর গল্প নিয়ে হাজির প্রসেনজিৎ-দিতিপ্রিয়া