
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দিশা পাটানির দিদি খুশবু পাটানি একজন প্রাক্তন সেনা অফিসার। এদিন তিনি বরেলির একটি আস্তাকুঁড় থেকে উদ্ধার করেন একটি শিশু কন্যাকে। তাঁর কাজে রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: একটা ডিমের চপ ৬০ টাকা! নন্দিনী দিদির দোকানের বাজখাঁই দাম শুনে নেটপাড়া বলছে, 'ওটা মুরগি নাকি...'
আরও পড়ুন: 'এক বিছানায় শুয়েছি বলেই বিয়ে করব?' বিস্ফোরক রুদ্রনীল, হঠাৎ কেন এমন বললেন?
এদিন দিশা পাটানির দিদি খুশবু পাটানি একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেটা দেখেই নেটিজেনরা রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছেন তাঁর মানবিক রূপ এবং কাজে। খুশবু ভারতীয় সেনা একজন প্রাক্তন লেফটেনেন্ট ছিলেন। তিনি এদিন তাঁর বাড়ি অর্থাৎ বরেলির একটি ভাঙাচোরা বাড়ি, আস্তাকুঁড় থেকে একরত্তি একটি শিশুকন্যাকে উদ্ধার করেছেন। শুধু তাই নয় সেই শিশুটিকে তিনি আশ্বাস দিয়েছেন যে সব ঠিক হয়ে যাবে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি সেই ভাঙাচোরা, পোড়ো বাড়িতে ঢুকছেন। সেখানেই একটি কোণে ধুলোর মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে শিশুটি। তাঁদের দেখেই সে কেঁদে ওঠে। খুশবু তৎক্ষণাৎ ধুলো থেকে ঝেড়ে তাকে কোলে তুলে নেন। বারবার আশ্বাস দিতে থাকেন তার ভয় নেই, কিছু হবে না। ওঁরা ওর যত্ন করবেন, খেয়াল রাখবেন, আছেন তো সবাই এসব বলতে থাকেন। কিন্তু শিশুটির কান্না কিছুতেই থামে না। তিনি ওকে বাড়ি নিয়ে গিয়ে দুধ খাওয়ান। শুধু তাই নয় শিশুটির মুখ ভিডিয়োতে দেখিয়ে জিজ্ঞেস করেন যে এই শিশুটি বরেলির কিনা, তার বাবা। মা কোথায়? একই সঙ্গে প্রশ্ন তোলেন যে কেমন বাবা মা তাঁরা যে বাচ্চাটাকে এভাবে এখানে ফেলে চলে গেছেন।
খুশবুর এই কাজে রীতিমত মুগ্ধ নেটপাড়া। এক ব্যক্তি লেখেন, 'রাখে হরি তো মারে কে?' কেউ আবার লেখেন, 'একজন সৈনিক সবসময় সৈনিকই থাকে। আপনি মন জিতে নিলেন ম্যাডাম।' ভূমি পেডনেকর লেখেন, 'আপনি এবং শিশুটি দুজনেই ভালো থাকুন।' দিশা পাটানিও দিদির পোস্টে মন্তব্য করেছেন। লিখেছেন, 'তোমায় আর ওকে দুজনকেই ঈশ্বর আশীর্বাদ দিক।' কেউ আবার লেখেন, 'এই পোস্টটা দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না। মনটা কেমন ভালো হল, তেমন খারাপ হয়ে গেল। খুব ভালো থাকুন আপনি।'
প্রসঙ্গত খুশবু বর্তমানে একজন ফিটনেস কোচ এবং ব্যবসায়িক কাউন্সিলর। তাঁর এবং দিশা পাটানির ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তাঁদের।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports