মাহি ভিজ এবং জয় ভানুশালি কন্যা তারা। নেটদুনিয়ায় দারুণ জনপ্রিয় এই বছর দুই-এর স্টার কিড। সদ্য ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্স’-এর সেটে হাজির হয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবানি। দুজনে আসন্ন সিনেমা ‘ভুলভুলাইয়া ২’-এর প্রোমোশনে রিয়ালিটি শো-এর সেটে গিয়ে হাজির হন। তবে এ দিন সেটের মধ্যমণি ছিল খুদে তারা।
জয় ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটিল মাস্টার্স’-এর সেট থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে খুদে তারাকে কিয়ারার কোলে আদর খেতে দেখা গিয়েছে। একই সঙ্গে কার্তিকও তাঁর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত। শুক্রবার ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করে জয় লেখেন, ‘যখন তারা লাইমলাইট এবং মনোযোগ কেড়ে নেয়… সবাই তার বাবাকে ভুলে গিয়েছে।’ সঙ্গে হাসির ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। আরও পড়ুন: ‘প্লেনের ফার্স্ট ক্লাসে চাপেন না কেন’, ভক্তের প্রশ্নে কার্তিকের জবাব শুনে হাসবেন