৩১ জানুয়ারি মুক্তি পেল দেবা। শাহিদ কাপুর অভিনীত এই ছবিটি বক্স অফিসে মুক্তি পেতেই বেশ কিছুটা কমল অক্ষয়ের ছবির দাপট। অন্য দিকে প্রায় তলানিতে ঠেকেছে কঙ্গনা রানাওয়াত অভিনীত ইমারজেন্সি ছবির আয়। দেখুন শুক্রবার কোন ছবি কত টাকার ব্যবসা করল?
আরও পড়ুন: সারেগামাপায় 'একমাত্র ভরসা' রূপমকে শ্রদ্ধার্ঘ্য ময়ূরীর, অনুরাগীর পারফরমেন্সে 'আপ্লুত' রকস্টার
আরও পড়ুন: 'একটা আস্ত অস্কার স্পিচ তৈরি করে ফেলেছিলাম', বিনোদিনী নিয়ে কেন এমন বললেন রুক্মিণী?
দেবা ছবিটির বক্স অফিস কালেকশন
সদ্যই মুক্তি পেয়েছে এই ছবিটি। আর প্রথমদিনই বক্স অফিসে বেশ ভালো দাপট দেখাল শাহিদ কাপুরের দেবা। ৩১ জানুয়ারি এই ছবিটি ভারতীয় বক্স অফিসে ৫ কোটি টাকার ব্যবসা করেছে বলেই জানানো হয়েছে সচনিল্কের রিপোর্টে।
স্কাই ফোর্স ছবিটির বক্স অফিস কালেকশন
দ্বিতীয় শুক্রবার স্কাই ফোর্সের আয় অনেকটাই কমেছে। এদিন অক্ষয় কুমারের ছবিটি বক্স অফিসে মাত্র ২ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৮৯ কোটি ২৫ লাখ টাকায়। প্রথম সপ্তাহে বক্স অফিসে ছবিটি ৮৬ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে।
ইমারজেন্সি ছবিটির বক্স অফিস কালেকশন
অন্যদিকে প্রায় তলানিতে এসে ঠেকেছে ইমারজেন্সি ছবিটির আয়। তৃতীয় শুক্রবার বক্স অফিসে কঙ্গনা রানাওয়াত অভিনীত ভারতের জরুরি অবস্থার উপর নির্মিত ছবিটি মাত্র ১০ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৫৮ লাখ টাকায়। প্রথম সপ্তাহে এই ছবিটি ১৪ কোটি ৩০ লাখ এবং দ্বিতীয় সপ্তাহে ৩ কোটি ১৮ লাখ টাকার ব্যবসা করেছে।
দেবা ছবিটি প্রসঙ্গে
দেবা ছবিটির পরিচালনা করেছেন রোশন অ্যান্ড্রু। ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে শাহিদ কাপুর, পূজা হেগড়ে, পাভেল গুলাটি, প্রমুখ। সিদ্ধার্থ রায় কাপুর, শারিক প্যাটেল এবং উমেশ বংসল প্রযোজিত এই ছবিটি আসলে একটি মালায়লাম ছবির রিমেক।