আজ কী দিন বলুন তো? ১৪ অগস্ট, বৃহস্পতিবার তাই তো? হ্যাঁ তা ক্যালেন্ডার অনুযায়ী হতেই পারে। কিন্তু বাংলার সিনে-প্রেমিদের কাছে আজ ‘ধূমকেতু দিবস’ বা 'ধূমকেতু ডে'। তাই মধ্যরাতেই কেক কেটে, ঢাক-ঢোল বাজিয়ে, তার তালে তাল মিলিয়ে 'দেশু' অনুরাগীরা শুরু করে ধূমকেতু মুক্তির উদযাপন।
আরও পড়ুন: সন্দীপ্তার প্রথম হিন্দি ধারাবাহিকে প্রোমো প্রকাশ্যে এল! জানেন কোন চ্যানেলে, কবে থেকে দেখা যাবে?
বক্সঅফিসে ঝড় তুলেছে ‘ধূমকেতু’। মুক্তির আগে অ্যাডভান্স বুকিং ছিল চোখে পড়ার মতো। একের পর এক শো হাউজ ফুল হওয়ার খবর আসছিল নির্মাতাদের পক্ষ থেকে। ১৪ অগস্ট রাত দুটো থেকে শুরু হয়েছে উদযাপন। কারণ ১০ বছরের অপেক্ষার পর অবশেষে ধূমকেতু দর্শকদের হল।
আরও পড়ুন: মাটিতে শুভশ্রীর আঁচল লুটোচ্ছে দেখে হাতে তুলে নিলেন দেব! আবেগে ভাসলেন 'Desu' ভক্তরা
১০ বছর বড় পর্দায় একসঙ্গে দেখেনি অনুরাগীরা। কারণ দেব-শুভশ্রী কেবল পর্দায় জনপ্রিয় জুটিই নয়। একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তাঁরা। তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পড়ে মতের অমিল থাকায় পথ হয় আলাদা। নেমে আসে বিচ্ছেদ। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। কিন্তু 'ধূমকেতু'ও সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি। কিন্তু ১০ বছর ধরে 'দেশু' অনুরাগীরা জ্বালিয়ে রেখেছিল 'ধূমকেতু' আঁচ। দর্শকদের মুখে হাসি ফোটাতে নির্মাতারা সব জটিলতা কাটিয়ে ১০ বছর পর এই ছবি মুক্তি দিতে সক্ষম হলেন।

আরও পড়ুন: 'ধূমকেতু' মুক্তি পেতেই বিশেষ বার্তা রাজের! 'শুভর জন্য সঠিক মানুষ…', প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
ফলে রাত ২টোতে প্রথম শো ছিল হাউজফুল। তাছাড়াও সকাল ৭টার শোতেও দর্শকরা হল ভরিয়ে 'ধূমকেতু' দেখেছেন। রাজ্যের নানা প্রান্ত থেকে উদযাপনের ছবি উঠে এসেছে। কখন শুভশ্রীর ফ্যানেরা তাঁর ছবিতে মালা পরিয়েছেন। আবার কখনও ‘দেশু’ অনুরাগীরা বিনোদিনী থিয়েটারের সামনে দেব-শুভশ্রীর বড় ছবিতে গাদার মালা পরিয়ে ভিড় জমিয়ে মেতে ছিলেন উদযাপনে।
আরও পড়ুন: এক হাতে ধরা খড়্গ, অন্য হাতে ঘোড়ার লাগাম! চমকে ঠাসা দেবের 'রঘু ডাকাত'-এর পোস্টার
নবীনার সামনেও ভিড় ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে এই ছবি ঘিরে দর্শকদের উদ্দীপনা তুঙ্গে। নির্মাতাদের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে জানানো হয়েছে ২৫০-এর বেশি শো হাউজফুল। সব মিলিয়ে বাংলার আনাচ-কানাচের মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন মেতেছে ধূমকেতু উৎসবে।