বক্সঅফিস কাঁপাচ্ছে দেবের ছবি 'ধূমকেতু' আর তার মাঝেই দেবের বহুল প্রতীক্ষিত আর এক ছবি রঘু ডাকাতের পোস্টার এল প্রকাশ্যে। এই বছরের পুজোতেই বড় পর্দায় আসছে ‘রঘু ডাকাত’। বছর দুই আগেই ঘোষণা হয়েছিল এই ছবির। এমনকী, ছবির ফার্স্ট লুকও এসেছিল প্রকাশ্যে। আর তারপরই হঠাৎ বন্ধ হয়ে যায় কাজ। তবে চলতি বছরেই খুলে যায় ‘রঘু ডাকাত’-এর ভাগ্যের দরজা। তারপর বাগদেবীর আরাধনার দিনই হয় ছবির শুভ মহরৎ। আর এবার প্রকাশ্যে এল 'রঘু ডাকাত'-এর পোস্টার। সঙ্গে নির্মাতাদের পক্ষ থেকে করা হল বিশেষ ঘোষণা।
কী সেই ঘোষণা?
আসলে বৃহস্পতিবার অর্থাৎ ১৪ অগস্ট কেবল পোস্টার মুক্তি পায়নি, ‘রঘু ডাকাত’-এর টিজারও মুক্তি পেয়েছে। কিন্তু এবার প্রশ্ন উঠতে পারে, তাহলে ইউটিউবে কেন নেই সেই টিজার? কারণ টিজারটি কেবল মাত্র বড় পর্দার জন্য রিলিজ করা হয়েছে। শুক্রবার এই টিজারের ডিজিটাল রিলিজ হবে।
এবার আসা যাক পোস্টার প্রসঙ্গে। বৃহস্পতিবার নির্মাতাদের পক্ষ থেকে ‘রঘু ডাকাত’-এর অফিসিয়াল পোস্টার আনা হয়েছে। সেখানে রঘু ডাকাতের লুকে একদম অন্য অবতারে ধরা দিয়েছেন দেব। মাথায় তাঁর বড় বড় চুল, মুখে বড় দাড়ি-গোঁফ, ধুতির উপর কোমরে বাঁধা লাল শালু। চুল আর লাল শালু উড়ছে বাতাসে। তাঁর এক হাতে ধরা খড়্গ আর অন্য হাতে ঘোড়ার লাগাম। কপাল ভর্তি সিঁদুর আর মুখে এক হিংস্র ভাব।ঘোড়ার পিঠে বসে রাঙা ধুলো উড়িয়ে তিনি যেন পাড়ি দিচ্ছেন কোনও এক অজানা শত্রুর নাশ করতে। পোস্টারের আবহ জুড়ে উথাল-পাথাল ঝড় আর আগুনের স্ফুলিঙ্গ। সব মিলিয়ে পোস্টারেই বড় বাজিমাত করল 'রঘু ডাকাত'। এরপর টিজার যে আরও তাক লাগানো হবে তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, এর আগে প্রি-টিজার প্রকাশ্যে এসেছিল। সেখানে প্রি-টিজার শুরু হতেই গম্ভীর গলায় শুনতে পাওয়া যায় ‘ইংরেজরা ভেবেছিল বাঙালিরা মরে গেছে। আগুন নিভে গিয়েছে, প্রতিবাদ হয়ে গিয়েছে ইতিহাস। কিন্তু ওরা জানে না, আগুন নিভে গেলেও ছাই নেভে না। ইতিহাস লেখে শিকারী, বাঘ লেখে না। যদি লিখতো তাহলে ইতিহাসটা কেমন হতো বল দেখি?’

টিজারে বাঙালিদের ওপর ইংরেজদের অত্যাচারের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। এরপরই মা কালীর সামনে তীর ধনুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রঘু ডাকাতকে। ইংরেজদের করা অন্যায়ের প্রতিবাদ নেওয়ার জন্য সবদিক থেকে প্রস্তুত সে। খর্গ হস্ত রঘু ডাকাতের রূপ দেখে শিহরিত হতে হয়। রঘু ডাকাত চরিত্রে দেবের এই অসামান্য লুক রীতিমতো মুগ্ধ করেছিল দর্শকদের।
উল্লেখ্য, ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স যৌথভাবে এই ছবি প্রযোজনা করেছে। দেব ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায়কে।