অভিনয়ের সঙ্গে দক্ষ হাতে প্রযোজনার কাজও সামলাচ্ছেন দেব। পুজোয় টেক্কা আসছে। তারপরই শীতে খাদান। তার রেশ কাটতে না কাটতেই ফের ২০২৫ এর শুরুতেই মুক্তি পাবে বিনোদিনী। কিন্তু আচমকা অভিনয় থেকে কেন প্রযোজনায় পা রাখলেন দেব সেটাই সম্প্রতি সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানালেন।
কী জানালেন দেব?
কফি উইথ করণের স্টাইলে এদিন কফি উইথ কুণালের থুড়ি কুণাল ঘোষের সঙ্গে এই আড্ডায় দেব জানান তিনি এক প্রকার বাধ্য হয়েছিলেন প্রযোজনায় আসতে। তাঁর কথায়, '২০১৪ সালে আমি যে ধরনের কাজ করতে চাইছিলাম আমায় সেই ধরনের ছবি দেওয়া হচ্ছিল না। অন্য ছবির ডিভিডি ধরিয়ে দেওয়া হতো আমাকে। আমার মনে হয়েছিল এভাবি দক্ষিণী রিমেক বেশিদিন চলবে না। টলিউডে তখন গুটিকয় বড় প্রযোজক। আমি ততক্ষণে হাতি হয়ে গিয়েছি, মানে আমাদের নিয়ে ছবি করতে অনেক টাকা লাগে। অনেক বিনিয়োগের দরকার হয়। কিন্তু তেমনটা পাচ্ছিলাম না। তখন নিজের মধ্যেই সেই খিদে তৈরি হয়। বাই ফোর্স আমি প্রযোজনায় আসি।'
দেব এরপর স্পষ্টতই জানান, ' আমি বুঝেছিলাম অন্য প্রযোজকদের উপর নির্ভর করে বসে থাকে আমি ক্রিয়েটিভলি মরে যাব। বেশিদিন আর পারব না। তখন রুক্মিণী আমায় জিজ্ঞেস করে যে আমি কী চাইছি? বললাম যেটা চাইছি সেটা কেউ করছে না। আমি জানাই টাকা আছে। যে টাকা রোজগার করেছি সেটা দিয়েই ছবি বানাব। এরপরই ২০১৭ সালে মুক্তি পায় আমাদের প্রথম ছবি মুক্তি পায়।'
আরও পড়ুন: 'মানসিক সুস্থতা কামনা করি', আরজি করে নির্যাতিতার মূর্তি বসতেই কটাক্ষ BJP-র তরুণজ্যোতি, গায়ক সুরজিৎদের
প্রসঙ্গত মাত্র ৭ বছরেই দেবের প্রযোজনা সংস্থার প্রযোজনায় তৈরি হয়েছে ১২ টা ছবি। পুজোয় আসছে টেক্কা। এই ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। অভিনয়ে দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র। এরপর বড়দিনের ছুটিতে আসবে খাদান। সেখানে দেবের সঙ্গে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। তারপর জানুয়ারি মাসে মুক্তি পাবে বিনোদিনী। সেখান মুখ্য ভূমিকায় ধরা দেবেন রুক্মিণী মৈত্র।