মার্চ মাসে করোনার জেরে কলকাতায় মাঝপথে আটকে গিয়েছিল কমান্ডোর শ্যুটিং, তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই তিলোত্তমায় কমান্ডোর শ্যুটিংয়ের বাকি কাজ শেষ করে ফেললেন দেব। এবার গন্তব্য বাংলাদেশ। বৃহস্পতিবার নিজের আসন্ন ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এনে এই খবর জানালেন স্বয়ং দেব। দেবের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদী হামলায় বিধ্বস্ত এক মহানগরের রাজপথ।চারিদিকে আগুন জ্বলছে, পুড়ছে গাড়ি, উঁচু ইমরাত, মাটিতে বিছানো লাশ..… আর এই ধ্বংসস্তূপের মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন কমান্ডো দেব। ক্যাপশনে টলি তারকা লেখেন- কলকাতার শেডিউল শেষ হল, শীঘ্রই দেখা হচ্ছে বাংলাদেশ'। কাকতালীয়ভাবে আজ মুম্বই হামলার (26/11)-র বর্ষপূর্তি, এই নিজেই কমান্ডোর এই বিধ্বংসী পোস্টার প্রকাশ্যে আনলেন দেব। শামীম আহমেদ রনীর এই ছবির সঙ্গেই ঢালিউডে অভিষেক হচ্ছে দেবের। এই ছবিতে একদম রাফ অ্যান্ড টাফ লুকে পাওয়া যাবে দেবকে, তা ছবির তিনটি পোস্টারই বলছে। ১১ মার্চ, ছবির শ্যুটিং শুরুর দিন কম্যান্ডোর ফার্স্ট লুক সামনে এনেছিলেন দেব। এরপর মার্চ মাসে স্বাধীন বাংলাদেশের রূপকার, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ছবির দ্বিতীয় পোস্টার উন্মোচন করেন দেব। অক্টোবর মাসে এই ছবির লোকেশন রেইকি করতে দুবাই উড়ে গিয়েছিলেন দেব। বাংলাদেশে ছবির শ্যুটিং শেষ করে ছবির বেশকিছু দৃশ্যের শ্যুটিংয়ে দুবাইতে যাবেন দেব। এই ছবির শ্যুটিং শেষ করে গোলন্দাজের বাকি অংশের শ্যুটিং শেষ করবেন দেব। বাকি রয়েছে নিজের প্রোডাকশনের ‘কিসমিস’ ছবির পুরো শ্যুটিং।সব মিলিয়ে নতুন বছরটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে দেবের।