বাংলা নিউজ > বায়োস্কোপ > Dev-Bagha Jatin: 'দয়া করে কেউ...' বাঘা যতীন মুক্তি পেতেই পাইসরেসি আটকাতে কী আবেদন করলেন দেব?
পরবর্তী খবর
Dev-Bagha Jatin: 'দয়া করে কেউ...' বাঘা যতীন মুক্তি পেতেই পাইসরেসি আটকাতে কী আবেদন করলেন দেব?
1 মিনিটে পড়ুন Updated: 19 Oct 2023, 08:43 PM ISTSubhasmita Kanji
Dev-Bagha Jatin: ১৯ অক্টোবর মুক্তি পেল দেব অভিনীত বাঘা যতীন। আর সেদিনই ভক্তদের কাছে এক বিশেষ আবেদন করলেন দেব।
ছবি মুক্তির দিনই দেব ভক্তদের কাছে কী আবেদন করলেন?
অপেক্ষার অবসান, মুক্তি পেল দেব অভিনীত বাঘা যতীন। আর প্রথম দিনই ভক্তদের থেকে দারুণ সাড়া পেল এই ছবি। প্রথম দিনই পছন্দের অভিনেতার ছবি দেখতে অনেকেই ভিড় জমালেন হলের সামনে। চলল ঢাক ঢোল বাজিয়ে আনন্দ। কোথাও কোথাও পোস্টারে পরানো হয় মালাও। তবে এদিন দেব ভক্তদের কাছে এক বিশেষ আবেদন করে বসলেন।
দেব কী আবেদন করলেন?
দেব এদিন তাঁর ভক্তদের একটি বিশেষ অনুরোধ করলেন। বললেন তাঁরা কেউ যেন ছবিটি রেকর্ড না করেন। দেব এদিন তাঁর টুইটার অ্যাকাউন্টে লেখেন, 'একটাই রিকোয়েস্ট সবাইকে, কেউ প্লিজ ছবি দেখতে দেখতে ছবির কোনও ক্লিপ রেকর্ড করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। কেবল বাঘা যতীন নয়, এই সময় অন্যান্য যে যে ছবি চলছে সবগুলোই তাই।'
আজকাল পাইরেসির রমরমা। ছবি মুক্তি পেতে না পেতেই অনলাইনে তা এসে যায়। তাছাড়া ছোট ছোট ক্লিপ রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তো এখন নতুন ট্রেন্ড। সেগুলো আবার ভাইরালও হয়। তাই এদিন দেব এই দুটো জিনিস করতেই তাঁর ভক্ত এবং দর্শকদের নিষেধ করলেন।