বিয়ের পর পাঁচ বছর পেরিয়ে গিয়েছে। এবার কি তবে ফ্যামিলি প্ল্যানিং শুরু করেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং? সম্প্রতি তাঁর একটি সাক্ষাৎকার শুনে তেমনটাই মনে করছেন সকলেই।
দীপিকা এবং রণবীরের পরিবারে কি নতুন সদস্য আসছে?
২০১২ সালে গোলিও কী রাসলীলা রামলীলা ছবির সেট থেকে শুরু হয় রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের লাভ স্টোরি। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে ২০১৮ সালের নভেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন দীপিকা এবং রণবীর। ইতালিতে বসেছিল তাঁদের বিবাহ বাসর। বিয়ের পর দেখতে দেখতে পাঁচ বছর পেরিয়ে গিয়েছে। এবার কি তবে ফ্যামিলি প্ল্যানিং শুরু করলেন দীপিকা এবং রণবীর? তেমনটাই অন্তত তাঁর কথা শুনে মনে হচ্ছে। বিয়ের পাঁচ বছর পর সন্তান নিয়ে কথা বললেন তিনি।
আরও পড়ুন: নাকে অক্সিজেনের নল, আধশোয়া হয়ে বিছানায় উরফি! কী হয়েছে সোশ্যাল মিডিয়ার তারকার?
আরও পড়ুন: বাস্তবেও চুটিয়ে প্রেম করছে জ্যাস-স্বয়ম্ভু? জগদ্ধাত্রীর সৌম্যদীপ বললেন, 'আসলে আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি...'
ভগ সিঙ্গাপুরকে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপিকা জানান, 'আমি যাঁদের সঙ্গে, যাঁদের মধ্যে বেড়ে উঠেছি তাঁরা যখন আজ আমায় দেখেন তাঁরা বলেন যে আমি এতটুকু বদলাইনি। ওরা আমার শিক্ষা নিয়েও কথা বলেন। আমার পরিবার সবসময় মাটির উপর পা রেখে আমায় চলতে শিখিয়েছে। আমি আর রণবীরও আমাদের সন্তানদের সেই একই শিক্ষা দেব।'
সন্তানের কথা ওঠা মাত্রই দীপিকাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কি মা হওয়ার পরিকল্পনা করছেন? উত্তরে অভিনেত্রী বলেন, 'হ্যাঁ, অবশ্যই। আমি আর রণবীর দুজনেই বাচ্চা ভালোবাসি। আমরা সেই দিনটার জন্য মুখিয়ে আছি যবে আমরা আমাদের পরিবার শুরু করব।'
আরও পড়ুন: পুজোয় টেক্কা, শীতে অভিজিতের ছবি, তাহলে দেবের খাদান আসছে কবে?
দীপিকার আগামী প্রজেক্ট
দীপিকা পাড়ুকোনকে আগামীতে ফাইটার ছবিতে দেখা যাবে। এই ছবিটিতে তাঁর বিপরীতে আছেন হৃতিক রোশন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি ২৫ জানুয়ারি মুক্তি পাবে। এছাড়া চলতি বছরই দীপিকার আরও একটি ছবি মুক্তি পাবে। প্রভাস এবং দীপিকার কল্কি ২৮৯৮ এডি ছবিটি আসবে। এখানে অমিতাভ বচ্চনও থাকবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।