
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বলিউডের সবচেয়ে ধনী স্টার কিড তিনি। জন্মের পর থেকেই চর্চায় আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যে। আপতত মা-বাবা'র সঙ্গে ইতালিতে দিনযাপন করছেন কাপুর পরিবারের এই খুদে সদস্য়া। উপলক্ষ্য অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড প্রি-ওয়েডিং পার্টি। আরও পড়ুন-রাহাকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি রবিবার ইতালিতে পাড়ি দিলেন রণবীর-আলিয়া, কী এমন ঘটল?
সুবিশাল ক্রুজে ঝলমলে উদযাপনের আয়োজন করেছে আম্বানিরা। ধীরে ধীরে এই বিশেষ উদযাপনের মুহূর্ত আসছে প্রকাশ্যে। ক্রুজ পার্টিতে দেখা মিলেছে সলমন খান, রণবীর সিং, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, সারা আলি খানদের। মেয়ে রাহার সঙ্গে অভিনেত্রী আলিয়া ভাটের একটি নতুন ছবি অনলাইনে সামনে এসেছে। রণবীর-কন্যার মিষ্টি ছবিতে মন মজেতে নেটিজেনদের।
ক্রুজে প্রাক-বিবাহের অনুষ্ঠানের মা-মেয়ে জুটির একটি ছবি ভাইরাল সোশ্যালে। ছবিতে দেখা যাচ্ছে, হলুদ রঙের পোশাক পরা আলিয়া মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, অন্যদিকে সাদা পোশাকে রাহাকে বেশ মিষ্টি দেখাচ্ছে। মুখে মিষ্টি হাসি আর রাহার চোখে ঝিলিকেই ফিদা নেটাপাড়া। ছবিতে দেখা গেল আলিয়ার হাতে আইসক্রিম, এবং রাহার মুখে সেই আইসক্রিম লেগে রয়েছে। বোঝাই যাচ্ছে আইসক্রিম খেতে দারুণ ভালোবাসে রাহা।
২০২২ সালের নভেম্বরে জন্ম রাহার। গত বছর ক্রিসমাসে প্রথম রাহাকে মিডিয়ার সামনে এনেছিলেন রণবীর-আলিয়া। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া সেনসেশন এই খুদে। ছবিতে আরও একটা জিনিস নজরে এল। বয়স সবে দেড় বছর, কিন্তু তাতে কী! ইতিমধ্যেই ফ্যাশন সচেতন রাহা। তাঁর কানে ছোট্ট দুল নজরে এল। তবে এখনই মেয়ের কান বিঁধিয়ে দিয়েছেন আলিয়া, নাকি সেটি ফলস কানের তা স্পষ্ট নয়।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় হৃদয় জয় করছে, ব্যবহারকারীরা রাহার প্রতি ভালবাসা উজার করে দিয়েছেন। একজন লিখেছেন, 'সে খুব কিউট', আরেকজন লিখেছেন, 'মিষ্টি সোনা বাচ্চা'। রাহাকে দেখতে নাকি হুবহু বাবার মতো এমনটাই ধারণা অনেকের। এক নেটিজেন লেখেন, 'রণবীর কাপুরের কপি'।
রণবীর ছবিতে অনুপস্থিত থাকলেও রবিবার ভোরে শাহরুখ খানের সঙ্গে তাঁর ছবি প্রকাশ্যে আসে। সুপারস্টার শাহরুখ এবং তার ছোট ছেলে আব্রামের সাথে রণবীরকে আলাপচারিতায় মশগুল থাকতে দেখা গিয়েছে।
গত রবিবার মুম্বই থেকে ইতালি উড়ে যান রণবীর-আলিয়া ও তাঁদের মেয়ে রাহা কাপুর। মুম্বাইয়ের কালিনা বিমানবন্দর থেকে আম্বানিদের প্রি-ওয়েডিং ফাংশনে যোগ দিতে রওনা দিয়েছিলেন তারকা দম্পতি।
ইতালির অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টিনের জন্য চার দিনের প্রি-ওয়েডিং গালার আয়োজন করেছিল আম্বানি পরিবার। গত ২৮ মে থেকে ১ জুনের মধ্যে ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণে ৪ হাজার ৩৮০ কিলোমিটার জলপথে পাড়ি দেয় এই ক্রুজটি। ২৯ মে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আর ১ জুন ইতালির পোর্টোফিনোতে শেষ হয় এই উৎসব। এর আগে বছরের শুরুতে গুজরাটের জামনগরে তিন দিনের প্রি-ওয়েডিং সেলিব্রেশনের আয়োজন করেছিলেন তারা।
এদিকে আগামী ১২ জুলাই থেকে শুরু হবে অনন্ত-রাধিকার বিয়ের মূল অনুষ্ঠান। ১৩ জুলাই, শনিবার হবে আশীর্বাদ পর্ব। ১৪ জুলাই রবিবার হবে গ্র্যান্ড ওয়েডিং রিসেপশন।
৳7,777 IPL 2025 Sports Bonus