সদ্য ২৬ বছর পূর্ণ করেছে জনপ্রিয় শো সিআইডি। দীর্ঘ দিন ধরে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল এই শো। শোয়ের দর্শকদের দাবি, পুরনো কাস্ট নিয়ে দ্বিতীয় সিজন শুরু করা হোক। সম্প্রতি এক পডকাস্টে শিবাজি সত্যম মেনশন করেছেন, তাঁরা দ্বিতীয় সিজন আনার কথা চিন্তাভাবনা করছেন। শোয়ের পুরনো কাস্ট মেম্বার অলানা শায়েদ, অজয় নাগরাত, জাহ্নবী চেহেদা, শ্রুদ্ধা মুসালে এবং হৃষিকেশ পাণ্ডে ভিডিয়ো কলে একযোগ হয়েছেন।
অলানা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিয়ো কলে কথোপকথনের স্ন্যাপশট শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘তাঁদের জন্য যারা পডকাস্টে নিজেদের মিস করেছে…. সবাই একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। এমন একটা টিম যারা পরিবারের মতো। মিস করছি তোমায়, ফ্রেডি স্যর’। পোস্টে কমেন্টে জাহ্নবী লিখেছেন, ‘আমাকে দুপুরবেলা ঘুম থেকে তুললে এসবই দেখতে পাবে’। আরও পড়ুন: ‘যতটা পারব ওর সঙ্গে…’, ৭৯-এ বাবা হওয়ার অভিজ্ঞতা কেমন, জানালেন হলিউড তারকা রবার্ট ডি নিরো
রিইউনিয়ের কথা শুনে পোস্টে এক নেটিজেনের মন্তব্য, ‘প্লিজ ফিরে আসুন সবাই একসঙ্গে, সিআইডি মিস করছি’। এমনই অনেক বার্তা নেটিজেনরা পোস্টে জানিয়েছেন।