'হাওয়া'র গান 'সাদা সাদা কালা কালা' এবার গাইলেন আফ্রিকার এক যুবক, যিন কিনা বর্তমানে কানাডায় থাকেন। তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন চঞ্চল চৌধুরী নিজেই। নিজেই ইনবক্সে মেসেজ করে তাঁর সঙ্গে আলাপও সেরেছেন চঞ্চল। পরিবর্তে আফ্রিকার জৌটেন আটিকব্লুজ জানালেন, তিনি চঞ্চলের কাজের ভক্ত।
জৌটেন আটিকব্লুজ-চঞ্চল চৌধুরী
চঞ্চল 'হাওয়া' এবার কানাডায়। তাও আবার আফ্রিকার যুবকের হাত ধরে। ভাবছেন এটা আবার কেমন কথা! তাহলে একটু খোলসা করেই বলা যাক। আসলে কথা হচ্ছিল এপার এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে। তাঁরই ছবি ‘হাওয়া’। আর এই ছবির সুবাদে দুই বাংলাতেই তিনি জনপ্রিয়তা পেয়েছে। 'হাওয়া'র গান 'সাদা সাদা কালা কালা' এবার গাইলেন আফ্রিকার এক যুবক, যিন কিনা বর্তমানে কানাডায় থাকেন। তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন চঞ্চল চৌধুরী নিজেই।
আফ্রিকান ওই যুবকের নাম জৌটেন আটিকব্লুজ। যিনি শুধু সাদা সাদা কালা কালা' নয় একাধিক বাংলা গান গেয়েছেন। তাঁর সঙ্গে আলাপ করিয়ে দিয়ে চঞ্চল তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘ওর নাম Zoutenn Atikblues। জন্ম ও বেড়ে ওঠা আফ্রিকায়, বর্তমানে কানাডায় থাকে। হঠাৎ আজ ফেসবুকে ওর গান শুনলাম। তাও আবার বাংলা গান…. হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা, মেঘদলের এ হাওয়া, রবীন্দ্রনাথের আমারও পরান যাহা চায়……সহ অনেক গান।’