হায়দরাবাদের ২৬ বছরের পশু চিকিত্সককে ধর্ষণ এবং নৃশংসভাবে খুনের ঘটনায় গত কয়েকদিন ধরেই ফুঁসছিল গোটা দেশ । ধর্ষণের ঘটনার দশ দিন পর আজ, শুক্রবার চার অভিযুক্তকে গুলি করে মারল তেলেঙ্গানা পুলিশ। এই এনকাউন্টারের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই চাপা উত্তাপের আগুন কিছুটা হলেও কমেছে । তেলেঙ্গানা পুলিশের প্রশংসাতেও ফেটে পড়েছেন নেটিজেনরা । বাদ যান নি তারকারাও। বলিউড এবং তামিল ফিল্ম তারকাদের পাশাপাশি গোটা ঘটনায় সরব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও ।
টলিউড সুপারস্টার জিত টুইটারের দেওয়ালে লেখেন, 'দুর্দান্ত হায়দরাবাদ পুলিশ । হিরোসুলভ আচরণ! ঘটনার সঠিক পরিণিতি' ।

একই সুর শোনা গেল অভিনেতা-সাংসদ দেবের গলায়। দেব জানান, 'এটা দরকার ছিল, শুভেচ্ছা হায়দরাবাদ পুলিশ'।
সংবাদ সংস্থা এএনাইয়ের একটি টুইট রি-টুইট করে প্রসেনজিত্ চট্টোপাধ্যায় লিখেছেন, যদিও এটা খুব আশ্চর্যজনক কিভাবে পুলিশি প্রহরার মাঝখান থেকে অভিযুক্তরা পালানোর চেষ্টা করল কিন্তু পুলিশ সঠিক কাজ করেছে । বিচার হয়েছে । আশা করছি সব নির্যাতিতারাই দ্রুত বিচার পাবে এবং এই ধরণের জঘন্যতম অপরাধ বন্ধ হবে ।
টলিউডের নারী ব্রিগেডও জানিয়েছে আজ খুশির দিন, উত্সবের দিন। অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান টুইটারের দেওয়ালে লেখেন, অবশেষে..বিচার অথবা আইন ব্যবস্থার কাউকে না কাউকে ব্যাটন নিজের হাতে তুলে নিতে হবে । অবশেষে আওয়াজ শোনা হল- দোষীদের আর অস্তিত্ব নেই।
নুসরতের সহকর্মী তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীও জানান, 'অবশেষে দিশার আত্মা শান্তি পেল, তেলেঙ্গানা পুলিশকে অসংখ্য ধন্যবাদ'।