‘গঙ্গাজল’, ‘রাজনীতি’, ‘অপহরণ’ সহ বহু বিখ্যাত ছবির পরিচালক প্রকাশ ঝা। এই পরিচালকের সঙ্গে অভিনয় করার স্বপ্ন থাকে প্রায় প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর। এবার সেই স্বপ্নই পূরণ হতে চলেছে বাংলার অভিনেত্রী মালবিকা বন্দ্যোপাধ্যায়ের। টলিউডের গণ্ডি ছাড়িয়ে এবার বলিউডে প্রবেশ করতে চলেছেন তিনি।
মালবিকা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অভিনয় করেছেন ‘মিসেস ভাদুড়ি’, ‘সাদা ক্যানভাস’, ‘কাঠমান্ডু’, ‘চোরাবালি’ সহ বহু ছবিতে। বুদ্ধদেব দাশগুপ্ত থেকে শুরু করে সুব্রত সেন, রাজ চক্রবর্তী থেকে শুভ্রজিৎ মিত্র, অভিনয় করেছেন একাধিক স্বনামধন্য পরিচালকের সঙ্গে। তবে এবার হিন্দি চলচ্চিত্র জগতে পদার্পণ করার পালা।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
যদিও এর আগে একাধিক হিন্দি মিউজিক ভিডিয়োয় অভিনয় করেছেন মালবিকা। তাই হিন্দি ভাষায় তিনি ভীষণই সাবলীল। তবে প্রকাশ ঝা - এর মতো একজন অসাধারণ পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুবই আপ্লুত অভিনেত্রী। সম্প্রতি এই ছবি নিয়ে খুঁটিনাটি তথ্য দিলেন মালবিকা নিজেই।
সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে মালবিকা বলেন, ‘ছবির নাম জনাদেশ। মূলত উত্তরপ্রদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই সিনেমাটি। তবে এই সিনেমায় কোনও বাঙালি মেয়ের চরিত্র নয় বরং একজন হিন্দিভাষী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।’
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
অভিনেত্রী আরও জানান, এই সিনেমার শ্যুটিং হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়। যদিও ছবির কাজ মোটামুটি শেষ হয়ে গিয়েছে। যদিও বড়পর্দায় কাজ করার পাশাপাশি এই মুহূর্তে মিউজিক ভিডিয়োতেও সমানতালে কাজ করে চলেছেন অভিনেত্রী।
প্রকাশ ঝা পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী বছরের শুরুতেই। তবে এই ছবিতে শুধু পরিচালনা নয়, প্রকাশ ঝা -কে দেখতে পাওয়া যাবে প্রযোজক রূপেও। বোঝাই যাচ্ছে, আগামী দিন আরও একটি অসাধারণ ছবি উপহার পেতে চলেছেন দর্শকরা।