'আমার বস'-এর ছবির প্রয়োজনেই সেটেই হয়েছিল সরস্বতী পুজো। যেদিন নিজের হাতে সকলকে ভোগ রান্না করে খাইয়েছিলেন রাখি গুলজার। পরিবেশনও নিজের হাতেই করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। Exclusive এই খবর উঠে এসেছিল Hindustan Times Bangla-র ওয়েব সাইটে। এবার সামনে আসতে সরস্বতী পুজোর প্রেক্ষাপটে ছবির প্রথম গান 'বসন্ত ডেকেছে আমাকে'। ৮ মার্চ, শনিবার নারীদিবসের সামনে এল সেই গানের প্রথম ঝলক।
'বসন্ত ডেকেছে আমাকে'-গানের টিজার ভিডিয়ো দেখলেই বুঝবেন, এই পুরো ভিডিয়োটিই নারী কেন্দ্রিক। এই গানের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে রাখি গুলজার, শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র সহ অন্যান্য মহিলা চরিত্রদের। আবার একটি দৃশ্যে রাখি গুলজারকে সরস্বতী মূর্তির হাতে চাঁদমালা ঝোলাতেও দেখা যায়। অন্য একটি দৃশ্যে সাদা ধুতি আর শর্ট কুর্তায় খানিকটা দক্ষিণী স্টাইলে সেজে খাবার পরিবেশন করতে দেখা গেল কাঞ্চন মল্লিককে। ধুতি পাঞ্জাবিতে পরে পরিবেশন করলেন গৌরব চট্টোপাধ্যায়। এভাবেই টিজার ভিডিয়োতে সামনে এসেছে গানের নানান ঝলক। তবে গানটি মু্ক্তি পেতে আরও একটু সময় অপেক্ষা করতেই হচ্ছে। ১০ মার্চ আসবে ছবির এই গান।
আরও পড়ুন-বাংলায় নতুন ভাইরাস, মুম্বই থেকে হাজির উমাকান্ত, 'ভামিনী'তে কী ভূমিকা তথাগত-প্রিয়াঙ্কার?