বাংলাদেশি অভিনেত্রী ফারিয়া শাহরিন এদিন স্পষ্ট করে জানিয়ে দেন মিডিয়ায় সুগার ড্যাডি না থাকলে গাড়ি, বাংলো বানানো সম্ভব নয়। এখানে এমন কিছু আয় হয় না যাতে এত কিছু করা সম্ভব হয়। নাম না করে কাদের কটাক্ষ করলেন তিনি?
আরও পড়ুন: কাদম্বরী দেবীর মৃত্যুর পর আর কখনও কাঁচা আম খাননি রবীন্দ্রনাথ ঠাকুর! কেন?
কী ঘটেছে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া শাহরিন বলেন, 'মিডিয়াতে সুগার ড্যাডি ছাড়া এত টাকা আয় করা সম্ভব নয়।' কেবল তাই নয়, ফারিয়া এদিন আরও জানান যে অভিনয় জগতে পা রেখে তিনি এখনও বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারেননি। তবে তিনি বিশ্বাস করেন, 'মিডিয়াতে থাকলে টাকা কামানো যায়, এই কথাটা একেবারেই সত্যিই।' তবে তিনি এও বলেন যে তাঁর এখনও নিজের গাড়ি বা বাংলো কিছুই নেই। শুধু তাই নয়, ফারিয়া শাহরিন বিস্ফোরক দাবি করে বলেন যাঁরা তাঁর মতো সৎ ভাবে কাজ করছেন, কম কাজ করছেন তাঁদের কারও পক্ষেই এই এত পরিমাণ টাকা উপার্জন করা কখনই সম্ভব না। এক যদি না তাঁদের সুগার ড্যাডি থাকে।
ফারিয়া জানান তিনি যে গাড়িতে চড়েন সেটা তাঁর বাবার। এমনকি বাড়িও তাঁরই। এই বিষয়ে অভিনেত্রীর মত, 'আমার কোনও সুগার ড্যাডি নেই, ভবিষ্যতেও কোনও সুগার ড্যাডি ধরার সম্ভাবনা নেই। তাই আমার কোনও রাজ পয়সা নেই। আমার কোনও গাড়ি নেই। বাবার গাড়িতেই আজীবন চড়েছি।'
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য ক্লিক করুন এই লিংকে
প্রসঙ্গত ফারিয়া শাহরিন কাজল আরিফিন অমি টিভি সিরিয়ালের মাধ্যমে খ্যাতি পান। এই ধারাবাহিকে ফারিয়া শাহরিনকে অন্তরার চরিত্রে দেখা যায়। শীঘ্রই শুরু হতে চলেছে এই সিরিজের পঞ্চম সিজন। সেখানে আবারও অন্তরার চরিত্রে ধরা দেবেন তিনি। শীঘ্রই সেই সিরিজের শ্যুটিং শুরু হবে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: পর্দার নটী বিনোদিনীর মুকুটে নতুন পালক! কোন সম্মান পেলেন রুক্মিণী?
এছাড়া ফারিয়া ব্যাচেলর পয়েন্ট, দৈনিক তোলপাড়, এয়ারকম ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন। ২০০৭ সালে তিনি লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেখানে তিনি দ্বিতীয় হন। পরবর্তীতে একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন এই বাংলাদেশি অভিনেত্রী।