প্রবীণ অভিনেতা পরেশ রাওয়ালের ‘হেরা ফেরি ৩’ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত শোনার পর থেকেই হতাশা হয়ে পড়েছিলেন ভক্তরা। তাঁদের মধ্যে কৌতুক অভিনেতা আশিস চঞ্চলানিও একজন। তিনি এবার পরেশ রাওয়ালকে পুনর্বিবেচনা করার অনুরোধ করেছেন, আশা করছেন তিনি বাবু ভাইয়ার আইকনিক চরিত্রটিতে ফের অভিনয় করবেন।
আরও পড়ুন: ‘ধুম মাচালে’তে পর্তুগালের নতুন বরের নাচ দেখে অবাক হৃতিক! ‘ভালো…', লিখলেন নায়ক
এক ভক্ত পরেশকে ‘হেরা ফেরি ৩’ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করার আবেদন করার পর, আশিস প্রায় ঝাঁপিয়ে পড়েন, তিনি সেই পোস্টের জবাবে পরেশ রাওয়ালকে তাঁর আইকনিক ভূমিকায় ফের ধরা দেয়ার জন্য আবেদন জানান।
আরও পড়ুন: 'আমরা লজ্জা পাই…', ৮ ঘণ্টা কাজের দাবি নিয়ে দীপিকাকে সমর্থন করে পোস্ট নেহা ধুপিয়ার!
আশিস লেখেন, ‘পরেশ স্যার, আমি নিশ্চিত যে আপনি বাবু ভাইয়ার কারণে বার্ন হচ্ছেন। আপনার জন্য এটা একটা কঠিন পরিস্থিতি, যা কেউ বুঝতে পারবে না। কিন্তু আমরা সকলেই আপনাকে আন্তরিক ভাবে ফিরে আসার জন্য অনুরোধ করছি। আপনি সত্যিই এই ফ্র্যাঞ্চাইজির প্রাণ। আশা করি আপনি একটা উপায় খুঁজে বের করবেন।’
আরও পড়ুন: 'কী খারাপ লিরিক্স…', এ আর রহমানের বিখ্যাত 'রুক্মণী রুক্মণী' গান নিয়ে বিস্ফোরক বাবা সেহগাল