বাবা বলিউড সুপারস্টার। চেহারা দেখলে বলতেই হয় তিনি বাপ কা বেটা। শাহরুখ পুত্রের হ্য়ান্ডসাম লুকসের প্রশংসা হামেশাই হয় নেটপাড়ায়, তবে বাবার পথে হেঁটে অভিনয়ের দুনিয়ায় পা দেননি আরিয়ান। বরং পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পাবে আরিয়ান খানের পরিচালনায় ‘দ্য ব্যাডস অফ বলিউড’। ছেলের সিরিজের প্রচারে বেজায় সক্রিয় বাদশা। আরিয়ানকে নিয়ে একটা কথা হামেশাই চর্চায় থাকে। সোশ্যাল মিডিয়ায় যখন আরিয়ানের ভিডিও আসে, তখন লোকেরা প্রায়ই তাঁর গোমরা মুখ দেখে হতাশ হন, অনেকেরই প্রশ্ন- আরিয়ান কি হাসতে জানে না? 'ব্যাডস অব বলিউড'-এ অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা রাঘব জুয়াল এবার আরিয়ানের ক্যামেরায় না হাসার রহস্য ফাঁস করেছেন। বলিউড হাঙ্গামার সঙ্গে আলাপচারিতায় রাঘব বলেন, ‘ক্যামেরার সামনে হাসতে ভয় পায় আরিয়ান। তিনি অ্য়াটিটিউড নিয়ে বাঁচতে ভালোবাসেন। আমাদের সাথে হাসিঠাট্টা করে আরিয়ান। তাঁর মধ্যে একটা শিশুসুলভ আচরণ রয়েছে তবে ক্যামেরার সামনে ওটা ওর অভ্যাস রয়েছে, যা আমি খুব পছন্দ করি এবং মেয়েরাও’। রাঘব আরও বলেন, 'আমি ওকে বলেছি যে আমি একদিন ক্যামেরার সামনে ওকে অবশ্যই হাসব। তিনি বলেন, ‘না, না ভাই, এটা করো না। তাই যখনই আমার সঙ্গে দেখা হয় আমি বলি আমি তোমাকে ক্যামেরার সামনে হাসিয়েই ছাড়ব’। 'ব্যাডস অব বলিউড' সিরিজে রাঘব জুয়াল লক্ষ্য লালওয়ানির বন্ধুর চরিত্রে রয়েছেন। এই ওয়েব শো লিখেছেন ও পরিচালনা করেছেন আরিয়ান খান। প্রযোজক গৌরী খান। সিরিজে ববি দেওলসহ অনেক অভিনেতা রয়েছেন। শাহরুখ খান, সালমান খান, আমির খান, রণবীর সিং, করণ জোহর, বাদশা প্রমুখ অভিনয় করেছেন। সিরিজটি ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।