দুই বউ নিয়ে সংসার করেন। শুধু তাই নয় একে অপরের সঙ্গে দিব্যি সুখেই রয়েছেন ইউটিউবার আরমান মালিকের দুই বউ। আবার একই সঙ্গে অন্তঃসত্ত্বাও হন তাঁরা। জন্ম হয় ৩ সন্তানের। তাই বহু বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন আরমান মালিক ও তাঁর পরিবার। তবে এই বহু-বিবাহ নিয়ে সমালোচনা ও কটাক্ষের মুখেও কিছু কম পড়েননি। আর এই চর্চার কারণে Bigg Boss-এও ডাক পেয়েছিলেন। সেখানেও দুই বউকে সঙ্গে নিয়েই প্রতিযোগী হয়ে উপস্থিত হন আরমান।
তবে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এসে কান্নায় ভেঙে পড়েন আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা। কিন্তু কেন?
কৃতিকা জানান, তাঁর ২ বছরের ছেলে জায়েদ রিকেট রোগে আক্রান্ত। যে রোগটি কিনা ভিটামিন ডি-এর দীর্ঘস্থায়ী অভাবের কারণে শিশুদের মধ্যে দেখা দেয়, যার ফলে হাড় নরম এবং দুর্বল হয়ে পড়ে। ঠিক কী বলেছেন কৃতিকা?
নিজের ভ্লগে কাঁদতে কাঁদতে কৃতিকা তাঁর ছেলের মেডিক্যাল রিপোর্ট সামনে আনেন এবং কান্নায় ভেঙে পড়েন। বলে জায়দের রিকেট রোগ ধরা পড়েছে। পরে, তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইতনে লগ গালাত-গালাত কমেন্ট করতে হ্যায়, দিমাগ মে ইয়েহি সব চিজেঁ চলতি রেহতি হ্যায়। উপর সে, আপ লোগ কে কমেন্ট ইতনে গান্দে হোতে হ্যায়।’ (লোকজন এত খারাপ খারাপ মন্তব্য করেন। মাথায় ভিতর এসবই চলতে থাকে। আপনাদের মন্তব্যগুলি খুবই খারাপ)।
আরও পড়ুন-উইকেট নিলেন চক্রবর্তী, কৃতিত্ব পেলেন ধাওয়ান! কাণ্ড দেখে অভিনেতার ছবিতে ক্রিকেটার লিখলেন…
বেস্ট ফ্রেন্ড এবং সতীন কৃতিকার কথায় কেঁদে ফেলেন পায়েলও। তিনি বলেন, ‘আপ লোগ হুমেন লাখ বদদুয়েঁ দে দো, কোই বাত না। ১৯ মাহিনে পেহলে টেস্ট করওয়া থা, তব কুছ না থা। কেহতে হ্যায়, বদদুয়া পাথর কো ভি ফাঁড় দেতি, ইয়ে বাত সহি হ্যায়। তো হামারে বাচ্চো কো বদদুয়া মাত দিয়া করো। আগর হামারে বাচ্চো আপকো আচ্ছে লাগতে হ্যায় তো বস পেয়ার দিয়া করো, না কি বড্ডুয়া দো। হামে বদদুয়া দে তো ম্যায় তো ওয়েসে ভি বিমার রেহতি হঁ, মুঝে দে দো, গোলু (কৃত্তিকা) কো দে দো, আরমান কোভি দো,পর বাচ্চো কো মত দো।’ (আপনারা বড় অভিশাপ দেন। ১৯মাস আগেও পরীক্ষা করিয়েছিলাম, তখনও কিছু ছিল না। কথায় আছে অভিশাপ পাথরও ভেঙে দেয়। আমাদের বাচ্চাদারে দয়া করে অভিশাপ দেবেন না। বাচ্চাদের ভালো লাগলে ভালোবাসা দিন। আর যদি অভিশাপ দিতেই হয়, আমাকে দিন, কৃতিকাকে দিন, কিংবা আরমানকে দিন, তবে বাচ্চাদের দয়া করে ছেড়ে দিন। ওদের অভিশাপ দেবেন না)
এদিকে আরও একটা ভ্লগে কৃতিকাকে জায়েদকে নিয়ে পায়েলের সঙ্গে হাসপাতালে যেতে দেখা যায়। কৃতিকা বলেন, জায়েদের পরিস্থিতি খারাপ। ও এবার ডাক্তারকে দেখেও ভয় পাচ্ছে।
প্রসঙ্গত, ২০১১ সালে আরমান মালিক বিয়ে করেন পায়েলকে। এরপর তাঁদের ছেলে চিরায়ু-র জন্ম হয়। পায়েলের সঙ্গে প্রেমের সপ্তম দিনেই তাঁরা পালিয়ে গিয়ে বিয়ে করেন। এরপর ২০১৮ সালে, পায়েলকে ডিভোর্স না দিয়েই, আরমান পায়েলের বেস্ট ফ্রেন্ড কৃতিকাকে বিয়ে করেন। এই বিয়ের জন্য আরমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায়। শুরুতে পায়েল-কৃতিকার ঝগড়া হলেও পরে তাঁরা একসঙ্গেই থাকতে শুরু করেন। এরপর ২০২৩ সালে, পায়েল ফের যমজ সন্তানের জন্ম দেন, আর কৃত্তিকাও ছেলে জায়েদের জন্ম দেন।