আরবাজ খানের সঙ্গে প্রেম করেই বিয়ে করেছিলেন, টেকেনি। ডিভোর্সের আগেই নতুন প্রেমিকের হাত ধরেছিলেন মালাইকা। প্রেমে পড়েছিলেন ননদ অর্পিতা খান শর্মার প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরের। অর্জুনের থেকে বয়সে ১২ বছরের বড় মালাইকা, তবু কত প্রেম! সেসময় এই জুটিকে দেখে একথাই বলতেন অনুরাগীরা।
তবে অর্জুন-মালাইকার রসালো প্রেমও টিকলো না। নি-টাউনে কান পাতলে বিচ্ছেদের গুঞ্জনই শোনা যাচ্ছে। যদিও অর্জুন কিংবা মালাইকা এই বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। তবে গত ২৬ জুন অর্জুনের জন্মদিনে মালাইকার অনুপস্থিতিই সব স্পষ্ট করে দিয়েছে। তার উপর অর্জুন ও মালাইকার সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্টও বিচ্ছেদের আগুনে ঘি ঢেলেছে। ফের একবার নিজের ইনস্টাস্টোরিতে অকপট স্বীকারোক্তি অর্জুনের। ঠিক কী লিখেছেন বনি পুত্র?
অর্জুন লেখেন, ‘পরে আফশোস করার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক ভালো।’ আর অর্জুন এই পোস্ট নিজের জন্মদিনের ঠিক পরপরই করেছেন। অর্জুন এই পোস্ট দেখে নেটনাগরিকদের অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি মালাইকার সঙ্গে সম্পর্ককেই ভুল বলে মনে হচ্ছিল অর্জুনের?