মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের বিচ্ছেদের জল্পনা। তাঁর মধ্যেই শোনা যাচ্ছিল তিনি নাকি কুশা কাপিলার সঙ্গে ডেট করছেন। যদিও কোনো খবরেই শীলমোহর দেননি অভিনেতা। আর তার মধ্যেই সম্প্রতি ইনস্টাগ্রামে অর্জুনের রহস্যময় পোস্ট দেখে অবাক নেটিজেনরা।
'যা আছে তার জন্য কৃতজ্ঞ…' মালাইকার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই অবাক করা পোস্ট অর্জুনের!
মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের বিচ্ছেদের জল্পনা। তাঁর মধ্যেই শোনা যাচ্ছিল তিনি নাকি কুশা কাপিলার সঙ্গে ডেট করছেন। যদিও কোনো খবরেই শীলমোহর দেননি অভিনেতা। আর তার মধ্যেই সম্প্রতি ইনস্টাগ্রামে অর্জুনের রহস্যময় পোস্ট দেখে অবাক নেটিজেনরা। কেন হঠাৎ এই পোস্ট? তা অবশ্য অনেকেই বুঝতে পারছেন না।
ইনস্টাগ্রামে অভিনেতা লিখেছেন, ‘আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ হোন। কারণ এটাই আপনার প্রার্থনার উত্তর।’ আর তাঁর এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন যে, তিনি তাঁর জীবনে যা ঘটেছে সবটা আশীর্বাদ বা ভালো হিসেবে মেনে নিয়েছেন। সেই কারণেই তিনি তাঁর জীবনে আসা সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম হচ্ছেন।
প্রসঙ্গত, মালাইকা অর্জুনের মধ্যরাতের জন্মদিনের উদযাপনে অনুপস্থিত থাকার পর থেকে তাঁদের বিচ্ছেদের জল্পনা আরও তীব্র হয়। এমনকী অভিনেতার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় মালাইকা তাঁকে উদ্দেশ্য করে কোনও শুভেচ্ছা পোস্টোও করেননি। তাই স্বাভাবিক ভাবেই জুটির বিচ্ছেদ নিয়ে নেটিজেনরা একপ্রকার সহমত। তাছাড়াও তাঁদের একই ইভেণ্টে দেখা গেলেও, সেই অনুষ্ঠানে তাঁদের একে অপরকে এড়িয়ে চলতে লক্ষ করেছেন অনেকে।