বাংলা নিউজ > বায়োস্কোপ > Anurager Chhowa: টিআরপি কমতেই অনুরাগের ছোঁয়ায় বড় চমক! সূর্য সরে দীপার জীবনে এন্ট্রি নিচ্ছেন কে?
পরবর্তী খবর
Anurager Chhowa: টিআরপি কমতেই অনুরাগের ছোঁয়ায় বড় চমক! সূর্য সরে দীপার জীবনে এন্ট্রি নিচ্ছেন কে?
1 মিনিটে পড়ুন Updated: 10 Nov 2023, 12:07 PM ISTSubhasmita Kanji
Anurager Chhowa: টিআরপি কমতেই বড় পরিবর্তন অনুরাগের ছোঁয়ায়। দীপার প্রেমিক তথা বন্ধু হয়ে কে এন্ট্রি নিচ্ছেন ধারাবাহিকে?
মিশকার পর সূর্য-দীপার জীবনে আসছেন কোন জনপ্রিয় অভিনেতা?
লাগাতার কমছে টিআরপি। আবার এক নম্বরে পৌঁছতে এবার বড় চমক আনছে অনুরাগের ছোঁয়া। দীপার বন্ধু হয়ে এন্ট্রি নিচ্ছেন এক জনপ্রিয় অভিনেতা। কে? অর্জুন চক্রবর্তী। অর্জুন যে আবারও ছোট পর্দায় ফিরছেন এই খবর ছিলই, কিন্তু সেটা যে অনুরাগের ছোঁয়াই সেটা জেনে উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।
অনুরাগের ছোঁয়ায় অর্জুন
ডক্টর মিশকা সেনের তৈরি করা ঝামেলায় নাজেহাল সেনগুপ্ত পরিবার। সে যেন অতিষ্ট করে তুলেছে সূর্য আর দীপার জীবন। তার লক্ষ্য একটাই যেন তেন ভাবে সূর্যকে বিয়ে করা। এটার জন্য এতদিন ধরে সে নানা কাণ্ড কারখানা করেছে, এবার সে সূর্যর অজান্তেই তার স্পার্ম ব্যবহার করে আইভিএফ পদ্ধতিতে গর্ভবতী হয়েছে। দীপা চেয়েও তাকে শাস্তি দিতে পারেনি। মিশকা এন্ট্রি নিয়েছে সেনগুপ্ত বাড়িতে। এবার সে সূর্যকে বিয়ে করবে। কিন্তু এদিকে যে সূর্য বিবাহিত, তাহলে?
অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমোতে চমকের মাধ্যমে মিলল সেই উত্তর। এই প্রোমোতে দেখা গেল সেনগুপ্ত পরিবারের সবার কথা ভেবে লাবণ্য সেনগুপ্ত সূর্য এবং দীপার ডিভোর্স পেপার তৈরি করে এনেছে। দীপাকে তাতে সই করতে বলছে। দীপা যখন সূর্যকে জিজ্ঞেস করে সে কী চায়, সূর্যও তাতে জানিয়ে দেয় এখন খালি এই পথ বাকি আছে। আর কিছুই করার নেই। তখন দীপা বলে, 'ঠিক আছে সব খারাপের দায় তো আমার।' বলে মেয়েদের আঁকড়ে ধরে। এমন সময় দেখা মেলে অর্জুনের।