বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh: কনসার্টের পর মধ্যরাতে কামাখ্যা দর্শনে অরিজিৎ, ঠান্ডা উপেক্ষা করে দিলেন পুজোও
পরবর্তী খবর
Arijit Singh: কনসার্টের পর মধ্যরাতে কামাখ্যা দর্শনে অরিজিৎ, ঠান্ডা উপেক্ষা করে দিলেন পুজোও
1 মিনিটে পড়ুন Updated: 18 Dec 2023, 12:43 AM ISTSubhasmita Kanji
Arijit Singh: গুয়াহাটিতে অনুষ্ঠান ছিল অরিজিৎ সিংয়ের। পারফরমেন্সের পর কামাখ্যা মন্দিরে গেলেন 'তুম হি হো'র গায়ক।
খালি পায়ে কামাখ্যা মন্দির দর্শনে অরিজিৎ
সম্প্রতি গুয়াহাটিতে কনসার্ট ছিল অরিজিৎ সিংয়ের। গানে গানে মন জয় করে নিলেন ভক্তদের। শোনালেন একাধিক জনপ্রিয় গান। তারপরই গেলেন পুজোও দিতে। কামাখ্যা মন্দিরে গেলেন অরিজিৎ।
কামাখ্যা মন্দিরে অরিজিৎ
কনসার্টের পর কামাখ্যা মন্দিরে দেবীর দর্শনে গেলেন অরিজিৎ সিং। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী কোয়েল। এদিন লাল সোয়েটশার্ট এবং জিন্স পরে গায়ককে খালি পায়ে মন্দির থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। সঙ্গে পিছনে কালো পোশাকে কোয়েলকেও দেখা যায়। কোয়েল সিংয়ের ফ্যান পেজের তরফে এই ছবিটি প্রকাশ্যে আনা হয়েছে।