1 মিনিটে পড়ুন Updated: 25 Nov 2023, 04:48 PM ISTSubhasmita Kanji
Arijit Singh: অরিজিৎ সিংয়ের এদিন নেপালে কনসার্ট আছে। সেই উপলক্ষ্যে সকাল সকাল তিনি স্ত্রী কোয়েলের সঙ্গে সেখানে পৌঁছে গিয়েছেন। করে নিয়েছেন সাউন্ড চেকও।
মঞ্চে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন অরিজিৎ
অরিজিৎ সিং মানেই একগুচ্ছ মন ভালো করা গান। আর তাঁর গানের সুরে মুগ্ধ সকলেই। দেশে, বিদেশে ছড়িয়ে রয়েছে তাঁর অগণিত ভক্ত। আর তাঁদের টানেই তো কখনও দুবাই, কখনও আবু ধাবি তো কখনও আবার চণ্ডীগড়, কলকাতায় শো করে বেড়াচ্ছেন। ‘তুম হি হো’ গায়কের এখন টানা শো চলছে। এদিন তাঁর শো আছে নেপালে। সেই শোয়ের জন্য ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন।
অরিজিৎ সিংয়ের নেপাল কনসার্ট
নেপালের কনসার্টের জন্য ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন অরিজিৎ সিং। সঙ্গে আছেন তাঁর স্ত্রী কোয়েল। সকাল সকাল কাঠমান্ডু বিমানবন্দরে দেখা গিয়েছে তাঁদের। এরপরই তিনি সেখান থেকে সোজা চলে যান সাউন্ড চেকের জন্য।
অরিজিৎ সিংকে এদিন ছাই রঙের ট্র্যাক প্যান্ট এবং সবুজ হুডি পরে সাউন্ড চেক করতে দেখা যায়। তাঁর সঙ্গে মঞ্চে আয়োজকরাও ছিলেন। রাতে শোয়ের আগে তিনি ভালো করে মঞ্চ ঘুরে, সাউন্ড চেক করে নিচ্ছিলেন। আর তখনই তাঁকে রীতিমত খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যাচ্ছে। কাঁধে গিটার নেওয়া। সেই অবস্থায় যখন মঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে যাচ্ছিলেন তখন গায়ককে দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে তাঁর হাঁটতে কষ্ট হচ্ছে। অনেকটাই খুঁড়িয়ে হাঁটছিলেন তিনি।