আজ তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ, তাই রবিবার থেকেই ভিড় জমতে শুরু করেছিল ধর্মতলার আশেপাশের রাস্তায়। সেই ভিড়ে থাকা সব মানুষদের নিয়ে সময় মতো শুরু হয়েছিল সমাবেশ, কিন্তু তার মাঝেই মঞ্চে ঘটে বিপত্তি। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দলের চার প্রতিনিধি। তাঁদের মধ্যে দলের তারকা প্রতিনিধিরাও ছিলেন।
আরও পড়ুন: ভোটের ময়দানে দেখা মিলবে ঋত্বিকার? ২১-এর মঞ্চ থেকেই কি হবে সূচনা? মুখ খুললেন নায়িকা
ঘটনা কী ঘটেছে?
প্রতি বছর ২১ শে জুলাই নিয়ম মেনে তৃণমূলের শহীদ দিবস পালিত হয়। এবারও তার অন্যথা হয়নি। তবে জুলাই মানেই তো বর্ষাকাল। তাই বেশির ভাগ বছরই এদিন বৃষ্টি হতে দেখা যায়। আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেও হাজার হাজার মানুষ ভিড় জমান এই সমাবেশে যোগ দেওয়ার জন্য। বৃষ্টিতে ভিজেই নেতা নেত্রীদের বক্তব্যও রাখতে দেখা। তবে এবারের ছবিটা একটু অন্যরকম ছিল। সকাল থেকেই আকাশ বেশ পরিষ্কার ছিল, উল্টে বলা চলে রোদই ছিল, সঙ্গে ছিল প্রবল গরমও।
সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে এই প্রবল রোদ আর গরমের মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন দলের চার হেভি ওয়েট সদস্য। তাঁরা হলেন তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা, তারকা সাংসদ শতাব্দী রায়, তারকা সাংসদ কীর্তি আজাদ, এবং বিধায়ক মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর, সভার শেষ দিকে অসুস্থ বোধ করেন তাঁরা।
আরও পড়ুন: শাড়ির আঁচল উড়ছে আকাশে, হাতে ধরা ধনুক, দুর্গা রূপে চমক শ্বেতার! কোন চ্যানেলে দেখা যাবে?
এই অসুস্থতার জেরে তাঁদের হাসপাতালেও নিয়ে যেতে হয় তড়িঘড়ি। মঞ্চের কাছাকাছি ছিল মেডিকেল ক্যাম্প, কিন্তু সেখানের বদলে সরাসরি হাসপাতালেই নিয়ে যাওয়া হয় তাঁদের। অ্যাম্বুল্যান্সের মাধ্যমে মঞ্চ থেকে তাঁদের বের করে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে আগে থেকে বর্তমানে অনেকটাই ভালো আছেন তাঁরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তাঁর দলের অসুস্থ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন।
প্রসঙ্গত, রবিবার রাত থেকেই গোটা বাংলা জমজমাট! কারণ ২১ জুলাইয়ের অধিবেশন বলে কথা। সোমবার রাস্তাঘাটে দলের পতাকা লাগানো বাস-গাড়ি-বাইকে ছয়লাপ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রবিবার থেকেই কলকাতামুখী হয়েছিলেন। যদিও যাতে কোনও সমস্যা না হয়, তা নিয়ন্ত্রণ করতে কলকাতার পথে কড়া পুলিশি প্রহরা, নিয়ন্ত্রিত যানচলাচল। সকাল সাড়ে ৯টার পর মিছিল বন্ধ রাখা হয়েছিল। যা ফের শুরু হয়েছে ১টা থেকে।