ছোট পর্দার জনপ্রিয় মুখ শার্লি মোদক এবং অভিষেক বসু। চলতি বছরের ২৯ এপ্রিল সই সাবুদ করে চার হাত এক হয়েছে তাঁদের। তাঁদের প্রেম নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, তা নিয়ে প্রকাশ্যে কখনও কথা বলেননি তাঁরা। তারপর হঠাৎ করেই তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। বিয়ে সারার পর থেকেই তাঁদের একসঙ্গে নানা ছবি পোস্ট করতে দেখা যেত। কিন্তু এর মাঝেই হঠাৎ তারকা জুটির পোস্ট দেখে আশঙ্কা দানা বেঁধেছে তাঁদের ভক্তদের মনে। বিয়ের ২ মাসের মাথায় তাঁদের পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিচ্ছেদের গুঞ্জন।
আরও পড়ুন: গায়ে লাল জামা, গলায় ফুলের মালা, কপালে কাজলের টিপ পরা এই খুদে এখন প্রথম সারির নায়ক! বলুন তো কে?
কী পোস্ট করেছেন তাঁরা?
বুধবার শার্লি মোদক এবং অভিষেক বসুর এই অদ্ভুত পোস্ট প্রকাশ্যে আসে। অভিষেক ইনস্টাগ্রামে একটি পোস্টে শেয়ার করে লেখেন, ‘এমন কিছু আছে যা তোমার মন ভেঙে দেয় কিন্তু তোমার দৃষ্টিভঙ্গিকে দৃঢ় করে।’ অন্যদিকে, শার্লিও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘কিছুই চিরস্থায়ী নয়।’ তাঁদের এই রহস্যময় পোস্ট ঘিরে স্বাভাবিক ভাবেই তৈরি হয় বিচ্ছেদের গুঞ্জন। তবে কী বিয়ের মাত্র দু'মাসের মাথায় বিচ্ছেদের পথে হাঁটতে চলেছে শার্লি-অভিষেক? তা নিয়ে সরাসরি কেউই মুখ খোলেননি এখনও।
তবে অভিষেকের প্রোফাইলে এখনও তাঁদের বিয়ের ছবি সহ নানা মুহূর্তের ছবি ও ভিডিয়ো জ্বলজ্বল করছে। অন্যদিকে, শার্লির প্রোফাইলেও অভিষেকের সমস্ত ছবি ও ভিডিয়ো রয়েছে। ফলে সবটা মিলিয়ে এখনও বোঝা যাচ্ছে না যে, তাঁরা হঠাৎ কেন এমন পোস্ট করলেন।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছেন স্বীকৃতি মজুমদার! কোন ধারাবাহিকে দেখা যাবে নায়িকাকে?
প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর মাসে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন দিয়া মুখোপাধ্যায় ও অভিষেক। 'সীমারেখা' সিরিয়ালের সেটে তাঁদের প্রথম আলাপ হয়েছিল। সেখানেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও রাখঢাকও করেননি দিয়া -অভিষেক। কিন্তু হঠাৎ করেই ২০২১-এর অগস্টের দু'জনের ব্রেকআপের খবর সামনে আসে। এরপর অভিষেক সুরভি মল্লিকের প্রেমে পড়েন। ব্রেক-আপের তিন মাসের মধ্যেই সুরভির সঙ্গে সম্পর্কে থাকার আনুষ্ঠানিক ঘোষণাও সেরে ফেলেছিলেন নায়ক। এই সম্পর্ক নিয়েও বেশ খোলামেলা ছিলেন অভিনেতা। গত বছরের ডিসেম্বরে তাঁদের বিয়ের কথাও ছিল। কিন্তু হঠাৎ প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্ক ভাঙার খবর।

অন্যদিকে, 'ভাগ্যলক্ষ্মী' খ্যাত নায়িকা শার্লি মোদকেরও এটা প্রথম প্রেম নয়। এর আগে তিনি মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে ২০২৩ সাল নাগাদ প্রথম তাঁদের সম্পর্ক ভাঙার কথা প্রকাশ্যে আসে। কিন্তু তা ফের জোড়া লাগে। তবে জোড়া লাগলেও এই সম্পর্ক বেশি দিন টেকেনি। ফের গত বছর অক্টোবর নাগাদ তাঁদের বিচ্ছেদ হয়। সাত বছরের সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। এর মাঝেই শোনা যায় ব্রেকআপ যন্ত্রণাই নাকি কাছাকাছি এনেছে অভিষেক-শার্লিকে।