গত ২৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ খান ও সুরা খান। বিয়ের পর প্রায়শই হাতে হাত রেখে একসঙ্গে দেখা মেলে নব দম্পতির। বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা মিলেছে দম্পতির। সোশ্যাল মিডিয়ায়ও প্রায়শই রোম্যান্টিক মেজাজে ধরা দেন তাঁরা। সদ্য বলিউডের তারকা খচিত এক ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন আরবাজ-সুরা।
রমজানের পবিত্র মাসে মুম্বইয়ের জনপ্রিয় মহম্মদ আলি রোডের কাছে এক নামী রেস্তোরাঁয় কাবাবের স্বাদ উপভোগ করেছেন বলিউড সেলেবরা। ইফতার পার্টিতে যোগ দিয়েছেন ইন্ডাস্ট্রির আরও অনেক সেলেবের পাশাপাশি আরবাজ-সুরার। পার্টিতে যোগ দিয়েছেন রবিনা ট্যান্ডন, তাহের শাব্বির, রিদ্ধিমা পণ্ডিত সহ আরও অনেকে। পার্টির অন্দরের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন: দাম্পত্যের ২৩ বছরেও অটুট ভালোবাসা, অক্ষয়-টুইঙ্কলের ডেট, ফাঁস হল বিশেষ কথা
ভিডিয়োতে দেখা গিয়েছে, স্ত্রী সুরাকে আদর করে স্যান্ডুইচ খাইয়ে দিচ্ছেন আরবাজ। ডিনার টেবিলে বসে অন্যান্য অতিথিদের সঙ্গে গল্প-আড্ডায় মেতে উঠেছেন তাঁরা। এ দিন সরষে হলুদ রঙের সালোয়ার পরে দেখা মিলেছে সুরার। আরবাজ পরেছেন নীল শার্ট এবং ডেনিম জিনস। ডিনার সেরে বেরিয়ে এসে পাপারাৎজ্জির জন্য় পোজও দিয়েছেন তাঁরা।