ভারত-পাকিস্তানের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের শুরু হয়েছে IPL ২০২৫। ২৩ মে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদের খেলা। আর এই দুই দলের ম্যাচের বেশকিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এরই মধ্যে যে গুরুত্বপূর্ণ মুহূর্তটি নিয়ে আলোচনা হচ্ছে তা হল প্রতিপক্ষ খেলোয়াড়ের ছোড়া একটি বল বিরাটের হেলমেটে আঘাত করে। এদিকে ম্যাচ খেলার সময় বল যখন বিরাটের হেলমেটে আঘাত করে, তখন অনুষ্কা শর্মার প্রতিক্রিয়া ধরা পড়ে ক্যামেরায়। যেখানে স্পষ্ট দেখা যায় বল বিরাটের হেলমেটে লাগায় ভয় পেয়ে যান অনুষ্কা শর্মা।
অনুষ্কার মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট তাঁর ভয় পেয়ে আঁতকে ওঠা। হ্য়াঁ, বিরাটের আঘাত লাগতে পারে এই ভেবে স্ত্রী অনুষ্কার ভয় পাওয়ার কিছু অস্বাভাবিকও নয়। মনে মনে হয়ত তিনি প্রার্থনা করছিলেন যে বিরাটের যেন আঘাত না লাগে।
অনুরাগীরা অনুষ্কা শর্মার সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। শুধু তাই নয়, অনুষ্কার আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে, তা হল বিরাট আউট হওয়া মাত্রই বেশ মন খারাপ হয়ে যায় অনুষ্কার। তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন।