এবার কান চলচ্চিত্র উৎসবে(২০২৫) অংশ নিয়েছেন বলিউডের বহু তারকা। এদিকে ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে শুরুতে কান-এ যাবেন না বলে ঠিক করেছিলেন আলিয়া ভাট। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক আর তাই এবার কানে ডেবিউ করেই ফেললেন আলিয়া।
কানের রেড কার্পেটে থেকে আলিয়া ভাটের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্যাস্টেল গাউনে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। তাঁর লুক ছিল ভিকটেজ, এই সাজের সঙ্গে আলাদা করে কোনও অলঙ্কার যোগ করেননি তিনি। নেটিজেনরা আলিয়ার এই লুকে মুগ্ধ, তাঁর প্রশংসায় পঞ্চমুখ। আলিয়া ভাট নিজেই তার ইনস্টাগ্রামে তার কান লুকের একটি ছবি শেয়ার করেছেন।
আলিয়ার কান লুক
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ছবি এবং ভিডিওগুলিতে আলিয়া ভাটকে একটি প্যাস্টেল রঙের ফ্লোরাল গাউন পরতে দেখা গিয়েছে। আলিয়া ভাটের এই গাউনে হাঁটুর নিচে ফ্রিল যোগ করা রয়েছে। আলিয়া তাঁর ইনস্টাগ্রামে কান লুকের যে ছবিগুলি শেয়ার করেছেন। সেখানে তাঁকে এই লুকে ছবি তোলার জন্য নানান পোজ দিতে দেখা যায়। আবার ইনস্টাস্টোরিতে আলিয়া তাঁর যে সাদা-কালো ছবিটি শেয়ার করেছেন, তাতে তাঁকে একটি চিনা স্টাইলের হাতপাখা দিয়ে ফ্যান দিয়ে মুখের অর্ধেক অংশ ঢেকে রেখেছেন আলিয়া।
এই গাউনের সঙ্গে আলিয়া ভাট শুধুই কানে দুল পরেছেন। এছাড়া আর অন্য কোনও গয়না পরেননি। একই সঙ্গে আলিয়া ভাট হেয়ারস্টাইলের ক্ষেত্রে শুধুমাত্র একটি খোঁপা করেছেন। সঙ্গে করেছেন মানানসই ন্যুড মেকআপ । কানের জন্য আলিয়া ভাটকে সাজিয়ে তুলেছেন রিয়া কাপুর।

সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছেন আলিয়া ভাট। এক নেটিজেন লিখেছেন আলিয়া ভাটকে এই পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে। একই সঙ্গে আলিয়া ভাটকে ডিভা হিসেবে বর্ণনা করেছেন আরেক নেটিজেন। অন্য এক নেটিজেন আলিয়াকে ভাটের প্রশংসা করেছেন এবং আবার আলিয়া ভাটকে রানি হিসাবে বর্ণনা করেছেন।