বাংলা নিউজ > বায়োস্কোপ > Virat-Anushka:মেয়ে ভামিকার হাতে আঁকা কার্ড, ফাদার্স ডে-তে বিরাটের কোন গুণের কথা বললেন অনুষ্কা?
দুই সন্তানকে নিয়ে ভরা সংসার বিরাট-অনুষ্কার। মাতৃত্ব বড় বদল এনেছে নায়িকার জীবনে। দুই সন্তানকে নিয়ে আপাতত মার্কিন মুলুকে অনুষ্কা। শনিবার ফ্লোরিডায় ভেস্তে গিয়েছে ভারত-কানাডা ম্যাচ। আপতত সুপার এইটের জন্য ঘুঁটি সাজাচ্ছে টিম ইন্ডিয়া। আরও পড়ুন-বাবা-মায়ের হাত ধরে নিউইয়র্কের হোটেলে একরত্তি ভামিকা! ভিডিয়োয় কি দেখে গেল তার মুখ?