Anushka-Virat: দেখতে দেখতে একসঙ্গে ৭ বছর! বিরুষ্কার কোন ৭ ছবি তাক লাগিয়েছে বিভিন্ন সময়ে?
Updated: 11 Dec 2024, 08:43 PM IST PIU DEY 11 Dec 2024 Anushka Sharma, Virat Kohli, 7th wedding anniversary, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, সপ্তমতম বিবাহবার্ষিকীAnushka Sharma and Virat Kohli: দেখতে দেখতে কেটে গেল ৭টা বছর। একসঙ্গে যে পথ চলা শুরু হয়েছিল, তার এখন অনেকটাই বাকি। অনুষ্কা এবং বিরাটকে দেখলে যেন মনে হয় ‘মেড ফর ইচ আদার’। তবে শুধু মানসিকতার দিক থেকে নয়, ফ্যাশনের দিক থেকেও কিন্তু এই জুটিকে সবার আগেই রাখতে হয়।
পরবর্তী ফটো গ্যালারি