এই ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘কৃতজ্ঞতা, জয় মাতাদি, জয় মহাকাল। ধন্যবাদ অশ্বিন (রূপালির স্বামী) আমাকে স্বপ্ন দেখবার সাহস দেওয়ার জন্য। রাজন সাহাই (অনুপমার প্রযোজক) ধন্যবাদ এই স্বপ্নটা বাস্তবে পরিণত করবার জন্য। আর রুদ্রাংশ বর্মা, তুমি হলে আমার জীবনের সেরা আর্শীবাদ, আর হ্যাঁ, স্বপ্ন সত্যি হয়’।
সাদা রঙা মার্সেডিজ বেঞ্জ জিএলএস গাড়ি কিনেছেন রূপালি। এই গাড়ির দাম শুনলে রীতিমতো ভিরমি খাবেন। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই গাড়ির বেসিক মডেলের দামই ১ কোটি ৪ লক্ষ টাকা। সব মিলিয়ে ২ কোটি ৪৩ লক্ষ টাকা পর্যন্ত দাম হতে পারে মার্সেডিজের এই মডেলের গাড়ির।
ইন্ডাস্ট্রির বন্ধুরা অভিনন্দন জানাতে ভোলেননি পর্দার অনুপমাকে। রণিত রায়, সায়ন্তনী ঘোষ-সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। অন্যদিকে ফ্যানেরা তো মজা করে লিখেছে, ‘এবার মণীশাও একটা মার্সিডিজের মতো দামী গাড়ি কিনে নিল’। ‘সারাবভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালে রূপালির চরিত্রের নাম ছিল মণীশা। এই ধারাবাহিকের হাত ধরেই খ্যাতির আলোয় আসেন অভিনেত্রী। পরবর্তীতে ‘বা, বেবো অউর বেবি’, ‘পরবরিশ’-এর মতো মেগা সিরিয়ালেও দেখা মিলেছে তাঁর।