ভিকি জৈনের সঙ্গে অঙ্কিতার বিয়ে টলমল, অঙ্কিতার কথাবার্তাতেই বোঝা যায় তিনি এখনও সুশান্তকে এখনও ভোলেননি। এখনও প্রাক্তন প্রেমিককে নিয়ে অনর্গল কথা বলে যান তিনি। এমনকি সুশান্তের মৃত্যুর পর সাড়ে ৩ বছর কেটে গেলও এখনও তাঁকে নিয়ে নানান দাবি করেন অঙ্কিতা লোখান্ডে।
সুশান্ত-অঙ্কিতা
অঙ্কিতা লোখান্ডে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি Bigg Boss-এর দৌলতে বেশ চর্চায় রয়েছেন অঙ্কিতা। তবে অঙ্কিতার নাম আরও একজনের কারণে চর্চায় উঠে আসে, সেটা হল সুশান্ত সিং রাজপুত। টেলিপর্দায় 'পবিত্র-রিস্তা' ধারাবাহিকের হাত ধরে চর্চায় উঠে আসে অঙ্কিতা-সুশান্ত জুটি। সেখান থেকেই সুশান্ত ও অঙ্কিতার প্রেমের শুরু। একসময় একসঙ্গেই থাকতেন এবং বিয়ে করে সংসার করার কথাও ভেবেছিলেন এই জুটি। যদিও সেটা আর ঘটেনি। তারপর ঠিক কী ঘটেছিল, সেটা সকলের জানা।
দীর্ঘ ৭ বছর একসঙ্গে থাকার পর কোনওদিন অঙ্কিতা-সুশান্ত আলাদা হয়ে যাবেন, সেটা সেসময় অনেকেই ভাবেননি। তবে সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা। এরপর ২০২০তে সুশান্তের হঠাৎই চলে যাওয়া, তাঁর মৃত্যুর পর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে ফের চর্চায় উঠে এসেছিলেন অঙ্কিতা। ২০২১-এর ১৪ ডিসেম্বর ভিকি জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অঙ্কিতা। যদিও এই মুহূর্তে Bigg Boss-এ যোগ দেওয়ার পর এই সম্পর্কটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে ভিকি জৈনের সঙ্গে অঙ্কিতার বিয়ে টলমল হলেও, অঙ্কিতার কথাবার্তাতেই বোঝা যায় তিনি এখনও সুশান্তকে এখনও ভোলেননি। এখনও প্রাক্তন প্রেমিককে নিয়ে অনর্গল কথা বলে যান তিনি। এমনকি সুশান্তের মৃত্যুর পর সাড়ে ৩ বছর কেটে গেলও এখনও তাঁকে নিয়ে নানান দাবি করেন অঙ্কিতা লোখান্ডে।