‘আমি অনির্বাণ। আমার এরপরের অভিনয় ১৫ জানুয়ারি রবীন্দ্রসদন মঞ্চে। এসে মেরে যান..’, রাজ্যের শাসকদলকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
রাজ্যে নাট্য উৎসব ঘিরে ধুন্ধুমার কাণ্ড। সম্প্রতি নাট্যকর্মী অমিত সাহাকে মারধর ও গালিগালাজ করার অভিযোগ ওঠে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর বেলেঘাটা পার্টি অফিসে নাট্যোৎসব করার আবেদন জমা দিতে গিয়েছিলেন অভিনেতা তথা ‘বিদূষক নাট্যমণ্ডলী’র নাট্য পরিচালক অমিত এবং তাঁর দলের সহকর্মী। সেখানেই তাঁদের সঙ্গে অভব্য আচরণ এবং প্রহারের অভিযোগ ওঠে তৃণমূল নেতা অলোক দাসের বিরুদ্ধে।
ঘটনায় তীব্র প্রতিবাদ জানালেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই প্রথম সরাসরি শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। অমিতের পাশে দাঁড়ান টলিউডের একাংশ। ২৮ ডিসেম্বর বেলেঘাটার রাসমেলা মাঠে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত হয়েছিলেন অভিনয় জগতের অনেকেই। শ্যুটিং থাকার ফলে হাজির থাকতে পারেননি অনির্বাণ।
কলকাতার বুকে নাট্য অভিনেতাকে এভাবে চড়-চাপড় মেরে ধাক্কা দিয়ে মাঠ থেকে বের করে দেওয়ার অভিযোগে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রদীপ্ত ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায়, আরজে সায়ন ঘোষের মতো টলিউড ব্যক্তিত্বরা এ বিষয় সুর চড়িয়েছেন। সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানিয়ে অনির্বাণ বলেছেন, ‘ভোট রাজনীতিতে কাজে আসে না, এমন শিল্পীদের মেরে ঠান্ডা করে দেওয়া হচ্ছে!’