1 মিনিটে পড়ুন Updated: 26 Aug 2022, 09:57 AM ISTSanchari Kar
Liger leaked online: 'লাল সিং চাড্ডা', 'রক্ষা বন্ধন'-এর মতো বড় বাজেটের ছবিগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এমন অবস্থায় 'লাইগার'-এর উপর ভরসা রাখা হয়েছিল।
প্রথম দিনে দর্শকের মন জয় করতে পারেনি বিজয়-অনন্যার ‘লাইগার’।
মুক্তির দিনই বড়সড় ক্ষতির মুখে 'লাইগার'। অনলাইনে ফাঁস হয়ে গেল বিজয় দেবেরাকোন্ডা এবং অনন্যা পাণ্ডে অভিনীত এই ছবি।
২৫ মুক্তি পেয়েছে ধর্ম প্রোডাকশনস প্রযোজিত 'লাইগার'। এই ছবির মাধ্যমেই বলিউডে হাতেখড়ি হয় দক্ষিণী তারকা বিজয়ের। কিন্তু শুরুতেই বিপত্তি! 'বয়কট' ঝড়ে বলিউড যখন বিধ্বস্ত, তখনই নানা টরেন্ট সাইটে ফাঁস হয়ে গিয়েছে ছবিটি। তামিলরকার্জ, ফিল্মিজিলা, মুভিরুলজ নামে একাধিক সাইটে পাওয়া যাচ্ছে বহু প্রতীক্ষীত এই অ্যাকশন থ্রিলার।
এই প্রথম নয়। অতীতেও 'পুষ্পা', 'কেজিএফ: চ্যাপ্টার ২', 'আরআরআর', 'রুহি'-র মতো একাধিক ছবি অনলাইনে ফাঁস হয়ে যায়।
'লাল সিং চাড্ডা', 'রক্ষা বন্ধন'-এর মতো বড় বাজেটের ছবিগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এমন অবস্থায় 'লাইগার'-এর উপর ভরসা রাখা হয়েছিল। কিন্তু প্রথম দিন আশানুরূপ ব্যবসা করতে পারেনি ছবিটি। বিজয় এবং অনন্যা পরিচালিত অ্যাকশন-থ্রিলারটির ভাঁড়ারে এসেছে মাত্র ২৪.৫ কোটি টাকা।(আরও পড়ুন: করণ জোহরের পরামর্শে জাহ্নবীকে ভুলে অনন্যাকে কাস্ট করেন ‘লাইগার’ পরিচালক! কেন?)