Amir Khan And Ranbir Kapoor: আলিয়া ভাটের কথাই অবশেষে সত্যি হল। সর্বসমক্ষে ঝগড়ায় লিপ্ত হলেন রণবীর কাপুর এবং আমির খান। দুই তারকার মধ্যে সমস্যার সমাধান করতে মাঠে নামলেন কারা?
Ad
ভুল নামে ডাকতেই আমিরের ওপর ক্ষেপে লাল রণবীর
গতকাল একটি ভিডিয়োর মাধ্যমে আলিয়া সবাইকে জানিয়েছিলেন, খুব শীঘ্রই সামনাসামনি যুদ্ধে নামবেন রণবীর কাপুর এবং আমির খান। আলিয়ার ভিডিয়ো দেখে কেউ কেউ ভেবেছিলেন হয়তো নতুন সিনেমা আসতে চলেছেন কেউ আবার ভেবেছিলেন কোনও মিউজিক ভিডিয়োর কথা বলছেন আলিয়া।
ভিডিয়োয় একটি বিরাট বড় পোস্টার সর্বসমক্ষে এনেছিলেন আলিয়া, যেখানে আমির এবং রণবীরের ছবি ছিল এবং নিচে বড় বড় করে লেখা ছিল AK Vs RK। কৌতুহলী ভক্তদের উদ্দেশ্যে আলিয়া এও বলেছিলেন, আগামীকাল অর্থাৎ ১২ মার্চ আসল ঘটনা দেখতে পাবে সবাই।
আলিয়ার কথামতোই আজ অর্থাৎ ১২ মার্চ সোশ্যাল মিডিয়ায় আলিয়া পোস্ট করেন একটি ভিডিয়ো, যেটি দেখে আসল ঘটনা যে কি, তা বোধগম্য হয় সকলের। কী এমন আছে ভিডিয়োয়? সত্যিই কি আমির এবং রণবীরের মধ্যে সমস্যা সৃষ্টি হল? যদি তাই হয়, সমস্যার সমাধান কি হল আদৌ? হলেও কীভাবে?
আলিয়ার পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ আমিরকে বলেন, ‘একটি ছবি তোলা যাবে?’ আমির বলেন, ‘হ্যাঁ, কেন নয়?’ আমিরের কথার উত্তরে ঋষভ বলেন, ‘আসলে রণবীরের সঙ্গে ছবি তুলতে চাই।’ আমির হেসে বলেন, ‘একদম। শুধু ছবি কেন, আমি বললে ও তোমাকে চুমুও দিয়ে দেবে।’
আমির ঋষভকে নিয়ে রণবীরের কাছে যেতেই রণবীর আমিরকে নমস্কার জানান। আমির হেসে ঋষভকে বলেন, ‘এই যে নতুন প্রজন্মের সবথেকে বড় তারকা রণবীর সিং।’ আমিরের কথা শুনেই রণবীর কাপুর রেগে যান। আমিরের পাশে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মা সঙ্গে সঙ্গে আমিরকে ফিসফিস করে বলেন, ‘উনি সিং নন, কাপুর।’ অপ্রস্তুত হয়ে আমির বলেন, ‘ওই একই হল। দুজনেই হ্যান্ডসাম। দুজনেই ভীষণ ভালো।’
আমির যতই রণবীরকে ভালো বলুন না কেন, রণবীর কিন্তু একটুও খুশি হননি। আমিরের কথায় বিরক্ত হয়ে পাশে দাঁড়িয়ে থাকা হার্দিক পান্ডিয়াকে বলেন, ‘আমাকে কীভাবে সিং বললেন? এবার আমি যদি ওনাকে সলমন বলি?’ রণবীরের কথা শুনতে পেয়ে আমির মজা করে বলেন, ‘তুমি আমাকে সলমন বলে ডাকতেই পারো, তবে দয়া করে আরবাজ বলো না।’
আমিরের কথা শেষ হতে না হতেই পেছনে দাঁড়িয়ে থাকা আরবাজ বলেন, ‘সোহেল বলতে পারতে।’ এদিকে আমিরের ওপর রাগ করে ওয়াশরুমে গিয়ে গজগজ করতে করতে রণবীর যেই বলে ওঠেন, ‘উনি আমাকে খুব হিংসা করেন। আসলে উনি শুধু খান, আর আমি খানদান।’ রণবীরের কথা শেষ হতেই পাশে দাঁড়িয়ে থাকা জ্যাকি শ্রফ বলে ওঠেন, ‘বিরু টিসু দাও, ইস্যু দিও না।’
এত অব্দি ঠিক ছিল কিন্তু যখনই আমির বলে ওঠেন, ‘এখনকার প্রজন্মের তারকাদের ইগো বক্স অফিসের কালেকশনের থেকেও বড়।’ আমিরের এই কথায় আর নিজেকে ধরে রাখতে না পেরে রণবীর চিৎকার করে বলেন, ‘আমি শুনতে পাচ্ছি কালা নই।’ এরপরেই বোঝা যায় আসল ঘটনা কি।