মাদক সেবনের বিরুদ্ধে আওয়াজ তুলে নেটপাড়ায় ট্রোলের মুখে আলিয়া ভাট। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদকযোগ নিয়ে কার্যত উতালপাতাল হয়েছিল গোটা দেশ। দীপিকা পাড়ুকোন-সহ বলিউডের নামীদামী অভিনেত্রীদের সমন করেছিল এনসিবি।
তবে মাদকবিরোধী প্রচারে এবার সেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোরই মুখ হলেন আলিয়া। এনসিবির চণ্ডীগড় বিভাগ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলিয়ার একটি ভিডিয়ো পোস্ট করে, যদিও পরবর্তীতে সেই ভিডিয়োর মন্তব্য বন্ধ করতে হয়েছে। নোডাল ড্রাগ আইন প্রয়োগকারী সংস্থা তাদের টুইটার হ্যান্ডেলে আলিয়ার ভিডিওটি পোস্ট করেছিল। ভিডিওতে দেখা গেছে আলিয়া মানুষকে মাদক সেবন করতে বারণ করছে এবং তাদের মিশনে এনসিবিকে সমর্থন করতে আহ্বান জানাচ্ছেন।
এই ভিডিয়ো নিমিষেই ১০ লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে যায়। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘#DrugsFreeBharat #NashaMuktBharat #azadifromdrugs’ হ্যাঁ ড্রাগমুক্ত ভারতের ডাক দিয়েই আলিয়ার এই ভিডয়ো। আলিয়া বলেন, ‘নমস্কার বন্ধুরা, আমি আলিয়া ভাট। মাদকাসক্তির মতো অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে আজ আমি কথা বলতে চাই, জানাতে চাই এটি কীভাবে আমাদের জীবন, সমাজ এবং জাতির জন্য বড় সমস্যা হয়ে উঠছে। মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযানে এনসিবিকে সমর্থন করুন। জীবনকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন। আপনি নীচে দেওয়া লিঙ্কে গিয়ে বা কিউআর কোডটি স্ক্যান করে ড্রাগের বিরুদ্ধে ই-শপথ নিতে পারেন এবং আপনি অবশ্যই এনসিবির এই উদ্যোগে যোগ দিতে পারেন। জয় হিন্দ।’
ট্রোলিং শুরু হতেই এনসিবি-র হ্যান্ডেলের তরফে পোস্টের কমেন্ট বক্স বন্ধ করা হয়। আলিয়া ভাট মাদকবিরোধী প্রচারের জন্য সঠিক বাছাই নন, এমনটাই মত নেটপাড়ার বড় অংশের। একজন লিখেছেন, ‘বলিউড মাদক নিয়ে সচেতনতা ছড়াচ্ছে, ভাবা যায়!’ আবার কেউ কেউ ভিডিওটিকে 'বিদ্রূপাত্মক' বলে অভিহিত করেছেন।
বর্তমানে বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে আলিয়া অন্যতম। তাঁকে শেষ দেখা গিয়েছিল ভাসান বালার 'জিগরা' ছবিতে। আগামিতে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার এবং যশরাজ ফিল্মসের আলফা-তে দেখা যাবে তাঁকে। আলফা-তে প্রথমবার মহিলা গুপ্তচরের গল্প দেখবে দর্শক। ওদিকে লাভ অ্যান্ড ওয়ারে ফের একবার রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া, এই ছবিতে থাকছেন রণবীরের প্রাক্তন ক্য়াটরিনার স্বামী, ভিকি কৌশলও।