২৮ মার্চ লন্ডনে 'হোপ গালা' অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সালাম বম্বে ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধা-বঞ্চিত ভারতীয় কিশোর-কিশোরীদের জন্য তহবিল সংগ্রহের জন্য এই 'হোপ গালা' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ম্যান্ডারিন ওরিয়েন্টালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনস্টাগ্রের পাতায় ইভেন্টের ঝলক শেয়ার করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সঙ্গীতশিল্পী হর্ষদীপ কৌর, কৌতুক অভিনেতা রোহন জোশি এবং পরিচালক গুরিন্দর চাড্ডা।
দুটি লুকে দেখা মেলে আলিয়ার
লন্ডনে ম্যান্ডারিন ওরিয়েন্টালে 'হোপ গালা' অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম লুকে আলিয়াকে মেরুন ফিউশন ড্রেস পরে দেখা গিয়েছে। রেড কার্পেটে দেখা গিয়েছিল বলি ডিভাকে। এরপরই পোশাক বদলে ফেলেন অভিনেত্রী। দ্বিতীয় লুক হিসেবে অভিনেত্রীকে আইভরি রঙের শাড়ি পরে দেখা গিয়েছে। অনুষ্ঠানে বক্তৃতাও দিয়েছেন আলিয়া। দাতব্য অনুষ্ঠানের ভিডিয়োর অন্যান্য অংশে হর্ষদীপ কৌরের একটি মিউজিক্যাল নাইট দেখানো হয়েছে, বেশ কিছু জনপ্রিয় ভারতীয় গান গেয়েছেন তিনি। আরও পড়ুন: কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া
আলিয়ার নির্বাচিত চ্যারিটি 'সালাম বম্বে'র জন্য যারা মুম্বইয়ের 'অতি সঙ্কট'-এ থাকা বাচ্চাদের নিয়ে কাজ করে। পিছিয়ে পড়া এই শিশুদের নানা ধরনের 'ইন স্কুল প্রোগ্রাম' (নেতৃত্ব এবং সমর্থন) ও 'আফটার স্কুল প্রোগ্রাম'-এর (দক্ষতা তৈরি) মাধ্যমে আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা ও স্কুলে যাওয়ার প্রতি মনযোগ দেওয়ার কথা শেখানো হয়। আরও পড়ুন: বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট