Ranbir-Alia: পরিচালক রভ রঞ্জনের বাড়ির নীচে আর্জেন্তিনার ম্যাচিং জার্সি পরে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন রণবীর-আলিয়া। ম্যাচ দেখার পর কার্যত হাসি মুখেই বাড়ি ফেরেন রালিয়া জুটি।
আর্জেন্তিনার জার্সি পরে রণবীর-আলিয়া
আর্জেন্তিনার চরম ভক্ত অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট। মুম্বইয়ে বসেই আর্জেন্তিনা এবং ফ্রান্সের বিশ্বকাপ ফাইনাল চেটেপুটে উপভোগ করলেন ‘রালিয়া’ দম্পতি। রবিবার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ট্রফি হাতে ওঠে আর্জেন্তিনার। পরিচালক রভ রঞ্জনের বাড়ির নীচে আর্জেন্তিনার ম্যাচিং জার্সি পরে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন রণবীর-আলিয়া।
রণবীরকে শীঘ্রই শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘তু ঝুটি ম্যায় মক্কর’-এ দেখা যাবে। ছবির পরিচালনায় লভ রঞ্জন। এই ছবি দিয়ে প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন রণবীর-শ্রদ্ধা। ম্যাচ দেখার পর কার্যত হাসি মুখেই বাড়ি ফেরেন এই জুটি। এ দিন লভ রঞ্জনের বাড়িতে বসে ম্যাচ দেখেছেন এই জুটি। ম্যাচের আগে লভের বাড়িতে প্রবেশ করতে দেখা গিয়েছে অভিনেতা অর্জুন কাপুর এবং রাজকুমার রাওকে। সকলে একসঙ্গে বসে এ দিন খেলা দেখেছেন।