অতি সম্প্রতি 'ভূত বাংলো'-ছবির শ্যুটিং শেষ করেছেন অক্ষয় কুমার। এই ছবিটি অক্ষয়ের জন্য খুবই স্পেশাল। কারণ, যখন 'বড়ে মিঞা ছোটে মিঞা' সহ তাঁর একের পর এক ছবি ফ্লপ হচ্ছিল, তখন অক্ষয়ের কাছে 'ভূত বাংলো' ছবিটি এসেছিল। খারাপ সময়ে অভিনেতা আবারও হরর কমেডির দিকে মনোযোগ দিতে 'ভূত বাংলো'-ছবিটির জন্য রাজিও হয়ে যান। ইতিমধ্যেই সেই ছবির শ্যুটিং শেষ হয়েছে। অক্ষয় নিজেই ছবির সেট থেকে একটি ভিডিও শেয়ার করে এই তথ্য জানিয়েছেন।
'ভূত বাংলো'-র শ্যুটিংয়ের মজাদার ভিডিয়ো পোস্ট অক্ষয়ের
অক্ষয় কুমার 'ভূত বাংলো'-র ছবির শ্যুটিং শেষ, এই খবর জানাতে তিনি সুন্দর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যেখানে তাঁকে এবং ওয়ামিতা গাব্বিকে 'ভূত বাংলো' ছবির শ্যুটিং করতে দেখা যাচ্ছে। আর শ্যুটিংয়ের সেই লোকেশনের ব্যাকগ্রাউন্ডে বইঝে ঝর্ণা। আর তার সামনে থাকা একটা টিলার উপর উঠে নাচ করতে দেখা যাচ্ছে অক্ষয়কে। সেখানে বসে রয়েছেন ওয়ামিকা গাব্বি। যেটা কিনা এই ছবির বিশেষ একটি দৃশ্য। অভিনেতা এই পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'ভূত বাংলো'-র শ্যুটিং শেষ, এটি ম্যাডক্যাপের সঙ্গে তাঁর ৭ম ছবি ছিল। ছবিটির পরিচালনা করেছেন প্রিয়দর্শন আর প্রযোজক একতা কাপুর। অভিনেত্রী ওয়ামিকা গাব্বির সঙ্গে তাঁর এটা প্রথম ছবি।
আরও পড়ুন-১০০ টাকার নোটে এই নামী অভিনেতার অটোগ্রাফ নেন ধর্মেন্দ্র, কিন্তু কে সেই শিল্পী?